Advertisement
Advertisement
Bureau of Indian Standards (BIS) is seeking to hire for 337 vacancies

BIS Recruitment 2022: মোটা বেতনের সরকারি চাকরি চান? রইল খোঁজ

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Bureau of Indian Standards (BIS) is seeking to hire for 337 vacancies । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 24, 2022 4:27 pm
  • Updated:April 24, 2022 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে (Bureau of Indian Standards) কর্মী নিয়োগ। শূন্যপদ ৩৩০। দিল্লি-সহ একাধিক জায়গায় শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ মে’র মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

স্টেনোগ্রাফার
শূন্যপদ: ২২
আবেদনের যোগ্যতা:

Advertisement
  • যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • ইংরাজিতে ৭ মিনিটে ১০০টি শব্দ ডিকটেশনে এবং ৪৫ মিনিটে ট্রান্সক্রাইব করতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ২৮
আবেদনের যোগ্যতা:

  • যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • ইংরাজি টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দ লেখার গতি থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ৬১
আবেদনের যোগ্যতা:

  • যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • ইংরাজি টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দ লেখার গতি থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: সামান্য শর্তপূরণেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ১০০
আবেদনের যোগ্যতা:

যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা:

  • যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
শূন্যপদ: ৪৭
আবেদনের যোগ্যতা:

  • যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • কম্পিউটার অপারেটিং ও টাইপিংয়ে দক্ষতা থাকা প্রয়োজন।

আবেদনের যোগ্যতা:

  • যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি)
শূন্যপদ: ৪৭
আবেদনের যোগ্যতা:

মাইক্রোবায়োলজি-সহ বিজ্ঞান বিভাগের স্নাতকরা ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে এই শূন্য পদে আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা:

  • যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

সিনিয়র টেকনিশিয়ান
শূন্যপদ: ২৫
আবেদনের যোগ্যতা:
মাধ্যমিক পাশ এবং ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, প্লাম্বার, টার্নার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
www.bis.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ৯ মে’র মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য www.bis.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement