Advertisement
Advertisement
Job

ওয়াক-ইন-ইন্টারভিউতেই চাকরির সুযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে, জানুন বিস্তারিত

জেনে নিন পরীক্ষার দিনক্ষণ।

Burdwan Medical College is recruiting 41 General Duty Medical Officers, Specialist Doctors, Staff Nurse and Critical Care Technician| Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 13, 2021 1:58 pm
  • Updated:May 13, 2021 1:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) আবহে কর্মী নিয়োগ করছে বর্ধমান মেডিক্যাল কলেজ। মোট ৪১ টি পদে কর্মী নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতিতে পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই কারণেই চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হচ্ছে। কীভাবে আবেদন করবেন? নিয়োগের পদ্ধতি কী? জেনে নিন খুঁটিনাটি।

মোট শূন্যপদ -৪১

Advertisement

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার-০৬
স্পেশ্যালিস্ট চিকিৎসক-০৬
স্টাফ নার্স-২৫
ক্রিটিক্যাল কেয়াপ টেকনিশিয়ান-০৪

শিক্ষাগত যোগ্যতা (জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার)- MBBS ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এই পদে।

বয়সসীমা- ৪৫ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে এই পদে।

শিক্ষাগত যোগ্যতা (স্পেশ্যালিস্ট চিকিৎসক-অ্যানাস্থেসিয়া, মেডিসিন ও রেসপিরেটরি মেডিসিন)- MBBS উর্ত্তীর্ণরা উপরিউক্ত বিষয়ে M.D থাকলে আবেদন করতে পারেন।

বয়সসীমা- ৪৫ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে এই পদে।

শিক্ষাগত যোগ্যতা (স্টাফ নার্স)- বিএসসি নার্সিং পাশরা আবেদন করতে পারবেন এই পদে।

বয়সসীমা- বয়স ৪০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এই পদে।

[আরও পড়ুন: নার্সিং পাশ করেছেন? বিশেষ প্রশিক্ষণের সুযোগ রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, জেনে নিন খুঁটিনাটি]

শিক্ষাগত যোগ্যতা (ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান)- ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ১৭,০০০ থেকে ৪০,০০০ এর মধ্যে।

আবেদনের পদ্ধতি- ১৭ মে ওয়াক-ইন-ইন্টারভিউ হবে। আগ্রহীরা সরাসরি সেখানে যোগ দিতে পারবেন। সঙ্গে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স ও অভিজ্ঞতার প্রমাণপত্র।

পরীক্ষা কেন্দ্র- নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লিডিং(অফিস অফ প্রিন্সিপাল, বর্ধমান মেডিক্যাল কলেজ)

ইন্টারভিউতে অংশ নেওয়ার পূর্বে এ বিষয়ে বিস্তারিত জেনে নেবেন https://www.wbhealth.gov.in-এই লিংকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement