Advertisement
Advertisement
BSF recruitment

BSF Recruitment 2022: মোটা বেতনে বিএসএফে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের যাবতীয় খুঁটিনাটি

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

BSF recruitment is notified for Head Constable and asistant sub inspector । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 22, 2022 5:32 pm
  • Updated:August 22, 2022 5:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশরক্ষার কাজ করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল), অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সস্পেক্টর (স্টেনোগ্রাফার) পদে ৩২৩ জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)
শূন্যপদ: ৩১২টি
আবেদনকারীর যোগ্যতা:

Advertisement
  • যেকোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
  • ইংরাজির ক্ষেত্রে মিনিটে ৩৫টি এবং ঘণ্টায় ১০ হাজার ৫০০টি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে।

বেতন:
এই শূন্যপদে যাঁরা চাকরি পাবেন তাঁরা প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা পাবেন।

অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সস্পেক্টর (স্টেনোগ্রাফার)
শূন্যপদ: ১১টি
আবেদনকারীর যোগ্যতা:

  • যেকোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
  • ইংরাজির শর্টহ্যান্ডে অন্তত ৮০টি শব্দ লেখার গতি থাকলে আবেদন করা যেতে পারে।
  • কম্পিউটারে ৫০ মিনিটের ডিকটেশন টেস্ট হবে।

বেতন:
এই শূন্যপদে যাঁরা চাকরি পাবেন তাঁরা প্রতি মাসে ২৯ হাজার ২০০ টাকা থেকে ৯২ হাজার ৩০০ টাকা পাবেন।

[আরও পড়ুন: দেউচা-পাঁচামি প্রকল্পে জমিদাতাদের পুলিশে চাকরি, আরও ৭৮ জন পেলেন নিয়োগপত্র]

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

  • কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।
  • শরীরী মাপজোকের ক্ষেত্রে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৫ সেমি এবং মেয়েদের ক্ষেত্রে ১৫৫ সেমি।
  • ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ সেমি, ফুলিয়ে ৮২ সেমি।
  • মেয়েদের ক্ষেত্রে বুকের ছাতিতে কোনও কড়াকড়ি নেই।
  • ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, রাতকানা ইত্যাদি সমস্যা থাকলে আবেদন করবেন না।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://rectt.bsf.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রথমে ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি দিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তাতেই পাওয়া যাবে আইডি ও পাসওয়ার্ড। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে।

আবেদনের ফি:
আবেদনের ফি হিসাবে ব্যাংকে ১০০টাকা জমা দিতে হবে। মহিলা, তফশিলি জাতি ও উপজাতি এবং প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবে না।

আবেদনের শেষ দিন:
আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

পরীক্ষা নেওয়া হবে কলকাতা, গুয়াহাটি, কদমতলা, হাজারিবাগ, আগরতলা, শিলং, খুরদা।

[আরও পড়ুন: ভারতীয় ডাকবিভাগে মোটা বেতনের চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement