Advertisement
Advertisement

বিএসএফে ১১৮৩ জন নিয়োগ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:আরও পড়ুন:ব্যাঙ্কে চাকরিই লক্ষ্য? প্রচুর কর্মী নিচ্ছে IDBI, রইল আবেদনের খুঁটিনাটিঘণ্টায় মিলবে সাড়ে ৫ হাজার! চাকরি করবেন এলন মাস্কের সংস্থায়? Advertisement ৬২২ মেকানিক ও অপারেটর বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাসিস্ট্যাণ্ট সাব ইনস্পেক্টর (রেডিও মেকানিক) ও হেড কনস্টেবল (রেডিও অপারেটর) পদে ৬২২ জনকে নিয়োগ করবে৷ আবেদন করতে হবে অনলাইনে rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে আবেদনের […]

BSF is going to recruit 1183 candidate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 12:39 pm
  • Updated:July 13, 2018 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:

৬২২ মেকানিক ও অপারেটর
বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাসিস্ট্যাণ্ট সাব ইনস্পেক্টর (রেডিও মেকানিক) ও হেড কনস্টেবল (রেডিও অপারেটর) পদে ৬২২ জনকে নিয়োগ করবে৷ আবেদন করতে হবে অনলাইনে rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে আবেদনের শেষ দিন ১৫ জুলাই, ২০১৬৷ অনলাইনে আবেদনের পর তার প্রিণ্টআউট সমস্ত নথিপত্রের প্রত্যয়িত প্রতিলিপি-সহ ডাকযোগে পাঠাতে হবে ৩০ জুলাইয়ের মধ্যে৷ নিয়োগ করা হবে কমিউনিকেশন উইংয়ে৷ মহিলা ও পুরুষ উভয়েই আবেদনের যোগ্য৷ মোট শূন্যপদের মধ্যে অ্যাসিস্ট্যাণ্ট সাব ইনস্পেক্টর (রেডিও মেকানিক) ১৫২ (সাধারণ ৭৬, ওবিসি ৪১, তফসিলি জাতি ৩২, তফসিলি উপজাতি ১২), হেড কনস্টেবল (রেডিও অপারেটর) ৪৭০ (সাধারণ ৩২৩, ওবিসি ৩০, তফসিলি জাতি ৫২, তফসিলি উপজাতি ৬৫)৷
দৈহিক মাপজোক হতে হবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতায় অন্তত ১৬৮ সেমি৷ গোর্খাদের ক্ষেত্রে ১৬৫ সেমি ও আদিবাসীদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি৷ বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি৷ (আদিবাসীদের ক্ষেত্রে যা হবে না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি)৷ মহিলাদের ক্ষেত্রে উচচতা হতে হবে ১৪৭ সেমি, (পার্বত্য এলাকায় তথা গোর্খাদের ক্ষেত্রে-১৫৫ সেমি ও আদিবাসীদের ক্ষেত্রে ১৫৪ সেমি)৷ আর বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই৷ প্রার্থীকে দৈহিক ভাবে সক্ষম হতে হবে৷ কোনওরকম শারীরিক ত্রূটি থাকলে আবেদন করবেন না৷ নিয়োগ করা হবে দু’টি পদের ক্ষেত্রেই ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা বেতনক্রমে৷ সঙ্গে গ্রেড পে৷
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ডেসক্রিপটিভ টেস্ট, ডিকটেশন টেস্ট, দৈহিক সক্ষমতার পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে৷
আবেদনের ফি ৫০ টাকা৷ ফি জমা দিতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে৷ ড্রাফট কাটবেন যে কেন্দ্রে পরীক্ষা দেবেন সেই কেন্দ্রের ’The Inspector General or DIG/Comdt’-র অনুকূলে৷ পেয়েবল অ্যাট-এ লিখবেন সংশ্লিষ্ট কেন্দ্রের ‘SBI/Postoffice’ তফসিলি প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ এছাড়া বিএসএফ প্রার্থীদেরও ফি দেওয়ার প্রয়োজন নেই৷ পূরণ করা আবেদনপত্র বয়স, কাস্ট সার্টিফিকেট, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত প্রতিলিপি ও নিজের নাম ঠিকানা লেখা ও প্রতিটিতে ২৭ টাকার ডাকটিকিট সাঁটা ২৫x১২ সেমি মাপের দুটি খাম-সহ পাঠাতে হবে সাধারণ ডাকে৷
আবেদনপত্র ভরা খামের উপর ‘‘APPLICATION FOR THE POST OF–” কথাটি লিখে পাঠাবেন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ঠিকানায়৷ নিয়োগ সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য জানা যাবে ওয়েবসাইটে৷

Advertisement

৫৬১ ট্রেডসম্যান
বর্ডার সিকিউরিটি ফোর্স (ট্রেডসম্যান) পদে ৫৬১ জনকে নিয়োগ করবে৷ আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে www.bsf.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষ দিন ২০ জুন, ২০১৬৷ শুধুমাত্র পুরুষরাই এই পদের জন্য আবেদনের যোগ্য৷ নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা ও সিকিমে৷
মোট শূন্যপদের মধ্যে কবলার ৬৭, টেলর ২৮, কার্পেণ্টার, ২ ড্রাফটসম্যান ১, পেইণ্টার ৫, কুক ১৪০, ওয়াটার কেরিয়ার ৪৯, ওয়াশ্যার ম্যান ৪৯, বার্বার ১, সুইপার ১৪৭, ওয়েটার ২৪, ওয়েটার ২৪, মালি ১, খোজি ৬৷
মাধ্যমিক পাস-সহ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অথবা আইটিআই বা কোনও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ১ বছরের সার্টিফিকেট কোর্স পাস হলেও সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে বা আইটিআই থেকে ২ বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে উক্ত পদগুলিতে আবেদন করতে পারেন৷
বয়স হতে হবে ১ আগস্ট, ২০১৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ দৈহিক মাপজোক প্রয়োজন উচ্চতা অন্তত ১৬৭.৫ সেমি৷ তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেমি৷ পার্বত্য অঞ্চলের প্রার্থীরা উচচতার ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি৷ তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬ ও ৮১ সেমি সঙ্গে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন৷ দৃষ্টিশক্তি প্রয়োজন চশমা ছাড়া দু’চোখে ৬/৬ ও ৬/৯৷ শারীরিক ত্রূটি, বর্ণান্ধতা ও দেহে কোনও প্রকার ট্যাটু বা উল্কি থাকলে আবেদন করবেন না৷
প্রার্থী বাছাই করা হবে দৈহিক উচ্চতা ও শারীরিক সক্ষমতার মাধ্যমে৷ এই দুই ক্ষেত্রে সফল প্রার্থীদের ট্রেড টেস্ট নেওয়া হবে৷ ট্রেড টেস্টে সফল প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ সব শেষে হবে ডাক্তারি পরীক্ষা৷
পূরণ করা আবেদনপত্র স্বপ্রত্যয়িত ৩ কপি পাসপোর্ট মাপের ফোটোগ্রাফ, বয়স, কাস্ট সার্টিফিকেট, আবেদন ফি-এর রিসিপ্ট, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত প্রতিলিপি ও নিজের নাম ঠিকানা লেখা ও প্ত টাকার ডাকটিকিট আঁটা ২৩x১০ সেমি মাপের ভ্লটি খাম সহ পাঠাতে হবে সাধারণ ডাকে৷
আবেদনের ফি, আবেদনপত্র পাঠাবার ঠিকানা-সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে উপরোক্ত ওয়েবসাইটে৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement