Advertisement
Advertisement
BECIL

স্নাতক হলেই প্রচুর চাকরির সুযোগ BECIL-এ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আবেদনের শেষ তারিখ কবে?

Broadcast Engineering Consultants India Limited (BECIL) invites online application for 463 posts | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 15, 2021 1:16 pm
  • Updated:April 15, 2021 2:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক? চাকরির সন্ধান করছেন? তবে সুখবর রয়েছে আপনার জন্য। প্রচুর লোক নিচ্ছে BECIL (Broadcast Engineering Consultants India Limited)। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন বিস্তারিত।

মোট শূন্যপদ – ৪৬৩

Advertisement

ইনভেস্টিগেটর- ৩০০
সুপারভাইজার- ৫০
সিস্টেম অ্যানালিস্ট-
সিনিয়র ডোমেন এক্সপার্ট-২৯
জুনিয়র ডোমেন এক্সপার্ট- ৪১
আপার ডিভিশন ক্লাক্স-
এসএমই-
ইয়ং প্রফেশনালস- ১০

[আরও পড়ুন: স্নাতক উত্তীর্ণ? মোটা মাইনের চাকরি মিলতে পারে ব্যাংকে, জেনে নিন খুঁটিনাটি]

শিক্ষাগত যোগত্যা- স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.becil.com এই লিংকে আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে একটি রেজিস্ট্রশন স্লিপ পাওয়া যাবে। পরবর্তীকালে তা প্রয়োজন পড়তে পারে। (কোনও নথি ডাকযোগে পাঠানোর প্রয়োজন নেই।)

আবেদনের ফি – আবেদনকারীদের ফি হিসেবে জমা দিতে হবে ৯৫৫ টাকা। তবে তফশিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে জমা দিতে ৬৭০ টাকা। (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাংকিং পদ্ধতিতে টাকা দেওয়া যাবে।)

আবেদনের শেষ তারিখ – ২২.০৪.২০২১

নিয়োগের পদ্ধতি – লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা হবে বেঙ্গালুরু, পুণে, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, পাটনা, গুয়াহাটি, কানপুর/লখনউ।

[আরও পড়ুন: NTPC শেষ হলেই শুরু রেলের গ্রুপ ডি’র পরীক্ষা, নিয়োগ হবে ১ লক্ষেরও বেশি কর্মী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement