Advertisement
Advertisement
বর্ডার সিকিউরিটি ফোর্স

ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে BSF-এ চাকরি, আবেদন করতে ভুলবেন না

জেনে নিন আবেদনের খুঁটিনাটি।

Border Security Force (BSF) is inviting application for 317 posts
Published by: Sayani Sen
  • Posted:February 21, 2020 2:52 pm
  • Updated:February 21, 2020 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাব ইনস্পেক্টর(মাস্টার/ইঞ্জিন ড্রাইভার/ওয়ার্কশপ), হেড কনস্টেবল(মাস্টার/ইঞ্জিন ড্রাইভার/ওয়ার্কশপ) এবং কনস্টেবল(ক্রু) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)। মোট ৩১৭ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যেই আবেদন করতে পারেন।

সাব ইনস্পেক্টর(মাস্টার)
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা:
১. উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আবেদনকারীর কাছে সেকেন্ড ক্লাস জল পরিবহণ কর্তৃপক্ষের ইস্যু করা মাস্টার সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১৬ মার্চ, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২২ থেকে ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী মাসে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন।

Advertisement

সাব ইনস্পেক্টর(ইঞ্জিন ড্রাইভার)
শূন্যপদ: ৯টি
শিক্ষাগত যোগ্যতা:
১. উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আবেদনকারীর কাছে ফার্স্ট ক্লাস ড্রাইভার সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১৬ মার্চ, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২২ থেকে ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী মাসে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন।

সাব ইনস্পেক্টর(ওয়ার্কশপ)
শূন্যপদ: ৩টি
শিক্ষাগত যোগ্যতা:
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে স্নাতক অথবা মেকানিক্যাল, মেরিন কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১৬ মার্চ, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২০ থেকে ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী মাসে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন।

হেড কনস্টেবল(মাস্টার)
শূন্যপদ: ৫৬টি
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১৬ মার্চ, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২০ থেকে ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

হেড কনস্টেবল(ইঞ্জিন ড্রাইভার)
শূন্যপদ: ৬৮টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আবেদনকারীর কাছে সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকাও বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১৬ মার্চ, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২০ থেকে ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

হেড কনস্টেবল(ওয়ার্কশপ)
শূন্যপদ: ১৬টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. যেকোনও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ডিগ্রি থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১৬ মার্চ, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২০ থেকে ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

কনস্টেবল (ক্রু)
শূন্যপদ: ১৬০টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে।
৩. শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
১৬ মার্চ, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২০ থেকে ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী মাসে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে www.bsf.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ১৬ মার্চ আবেদনের শেষ দিন।

আবেদনের ফি:
সাব ইনস্পেক্টর(মাস্টার/ইঞ্জিন ড্রাইভার/ওয়ার্কশপ) পদে আবেদনকারীদের ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। তবে হেড কনস্টেবল(মাস্টার/ইঞ্জিন ড্রাইভার/ওয়ার্কশপ)পদে আবেদনকারীদের ১০০ টাকা ব্যাংকে জমা দিলেই হবে। তফসিলি জাতি(SC), তফসিলি উপজাতি(ST) প্রার্থীদের আবেদনে কোনও ফি লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
নির্দিষ্ট পদ্ধতিতে পরীক্ষা মাধ্যমে উপরোক্ত শূন্যপদগুলির জন্য প্রার্থী নির্বাচন করা হবে।

*ন্যান্য যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে www.bsf.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।*

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement