সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুঁজছেন? তবে আপনার জন্যই রয়েছে সুখবর। একাধিক পদে কর্মী নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী। বিজ্ঞপ্তি নম্বর VET/2020 ও PMS/202O। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
শূন্যপদ
SI (স্টাফ নার্স)- ৩৭
ASI অপারেশন টেকনিশিয়ান -১
ASI ল্যাবরেটরি টেকনিশিয়ান -২৮
CT (ওয়ার্ড বয়/গার্ল/আয়া) -৯
HC (ভেটেরিনারি)-২০
কনস্টেবল – ১৫
বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক(Madhyamik Exam) -উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণরাই এই পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
নিয়োগের পদ্ধতি – লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)-এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার দিনক্ষণ, সময় জানানো হবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে (https://bsf.gov.in)।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটের (https://bsf.gov.in) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। ডাকযোগে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ – ২৭ জুলাই ২০২১
তাহলে আর অপেক্ষা কেন? এখুনি আবেদন করুন আপনি। তবে তার আগে অবশ্যই চোখ বুলিয়ে নিন সীমান্ত রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.