Advertisement
Advertisement

স্নাতক পাশ? আপনার জন্য রইল সরকারি চাকরির খোঁজ

জেনে নিন আবেদনের পদ্ধতি৷

Block Programme Manager Jobs in WB State Rural Livelihoods Mission
Published by: Sayani Sen
  • Posted:October 20, 2018 8:01 pm
  • Updated:June 14, 2019 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্লক প্রোগ্র্যাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন৷ মূলত রাজ্যের বিভিন্ন গ্রামেই নিয়োগ করা হবে প্রোগ্র্যাম ম্যানেজারদের৷ যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা মাস্টার্স ডিগ্রিধারীরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ চুক্তি ভিত্তিতেই হবে এই শূন্যপদে হবে কর্মী নিয়োগ৷

[অষ্টম শ্রেণি পাশ? তবে আপনার জন্য রইল সরকারি চাকরির সন্ধান]

ব্লক প্রোগ্র্যাম ম্যানেজার পদে চুক্তির ভিত্তিতে দু’জনকে নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন৷ এই পদে আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতেই হবে৷ এছাড়াও গণিতেও বিশেষ জ্ঞান থাকতে হবে আবেদনকারীর৷ ম্যানেজমেন্ট, কমার্স এবং ইঞ্জিনিয়ারিং পাশ করা আবেদনকারীরা এই পদের জন্য অগ্রগণ্য৷ আবেদনকারীদের বাংলা, হিন্দি এবং ইংরাজি ভাষায় সাবলীলভাবে বলতে এবং লিখতে পারা বাধ্যতামূলক৷ কম্পিউটারেও জ্ঞান থাকা প্রয়োজন৷ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ চাকরিসূত্রে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আবেদনকারীদের ব্লক প্রোগ্র্যাম ম্যানেজার হিসাবে নিয়োগ করা হবে৷ 

Advertisement

[জোনাল অফিসে কর্মী নিয়োগ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া]

www.wbprd.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহীরা৷ ওই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন তাঁরা৷ একটি রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে ব্যাংকে টাকা জমা দিতে হবে আবেদনকারীদের৷ ব্যাংকে জমা দেওয়া টাকার স্লিপ এবং রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতেই পরীক্ষা বসতে পারবেন আগ্রহীরা৷ প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমেই নির্বাচন করা হবে৷ ১৫ অক্টোবর থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement