Advertisement
Advertisement
Bank of Baroda

প্রচুর কর্মী নিচ্ছে Bank of Baroda, আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি

আবেদনের শেষ তারিখ কবে?

Bank of Baroda is inviting applications for various posts
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 20, 2025 7:39 pm
  • Updated:February 20, 2025 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরিই লক্ষ্য? আপনার জন্য রয়েছে সুখবর। পাঁচশোরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক অব বরোদা। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? কীভাবে আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি।

মোট শূন্যপদ- ৫১৮

Advertisement

ইনফরমেশন টেকনোলজি- ৩৫০
ট্রেড ও ফরেক্স- ৯৭
রিস্ক ম্য়ানেজমেন্ট- ৩৫
সিকিউরিটি-৩৬

পোস্ট
১. সিনিয়র ম্যানেজার (আইটি)
   শিক্ষাগত যোগ্যতা- বি.ই, বি.টেক, এম.টেক, এমসিএ (কম্পিউটার সায়েন্স) পাশ হলেই আবেদন করতে পারবেন।
  বয়স-২৭ থেকে ৩৭ বছরের মধ্যে।

২.ম্যানেজার (আইটি)
    শিক্ষাগত যোগ্যতা- বি.ই, বি.টেক, এম.টেক, এমসিএ (কম্পিউটার সায়েন্স) পাশ হলেই আবেদন করতে পারবেন।
    বয়স- ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে।

৩.অফিসার (আইটি)
    শিক্ষাগত যোগ্যতা- বি.ই, বি.টেক, এম.টেক, এমসিএ (কম্পিউটার সায়েন্স) পাশ হলেই আবেদন করতে পারবেন।
    বয়স- ২২ থেকে ৩২ বছরের মধ্যে।

৪.ম্য়ানেজার (ট্রেড ও ফরেক্স)
    শিক্ষাগত যোগ্যতা- IIBF বা সমতূল সংস্থা থেকে ফরেক্স গ্রাডুয়েট হলে আবেদন করতে পারবেন।
   বয়স- ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে।

৫. সিনিয়র ম্যানেজার (রিক্স ম্যানেজমেন্ট)
   শিক্ষাগত যোগ্যতা- সিএ, এমবিএ, পিজিডিএম পাশ হলেই আবেদন করতে পারবেন।
   বয়স- ২৭ থেকে ৩৭ বছরের মধ্যে।

৬. ম্য়ানেজার (সিকিউরিটি)
    শিক্ষাগত যোগ্যতা-  স্নাতক উত্তীর্ণ হতে হবে। পুলিশ বা সেনাবাহিনীর প্রাক্তন কর্মী হলেও আবেদন করতে পারবেন।
   বয়স – ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে www.bankofbaroda.co.in.- এই ওয়েবসাইটটি খুলুন। বেছে নিন কেরিয়ার অপশন। সেখানেই আবেদন পত্র পূরণ করুন। সেখানে আপলোড করতে হবে ছবি, সই ও বিভিন্ন নথি। এরপর ফি জমা দিতে হবে। ব্যাস তাহলেই হবে।

আবেদনের ফি

সাধারণ প্রার্থীদের জন্য- ৬০০ + ট্যাক্স
এসসি, এসটি, পিডব্লুউডি/মহিলাদের জন্য- ১০০ + ট্যাক্স

আবেদনের শেষ তারিখ – ১১ মার্চ ২০২৫

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub