সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংক অফ বরোদায় স্নাতকদের জন্য রয়েছে চাকরির সুযোগ। কারণ ক্রেডিট অপারেশন ম্যানেজার, হেড কালেকশন অ্যান্ড ডেবিট ম্যানেজমেন্ট, ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজার) এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজার) পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত ৩ বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে দক্ষতার ভিত্তিতে নিযুক্ত প্রার্থীর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
ক্রেডিট অপারেশনস ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক হলেই শুধুমাত্র এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা: একই পদে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা: ১ অক্টোবর, ২০১৯ তারিখ হিসাবে ন্যূনতম ৩০ থেকে ৫০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
হেড কালেকশনস অ্যান্ড ডেবিট ম্যানেজমেন্ট
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা: একই পদে কাজ করার ২৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা: ১ অক্টোবর, ২০১৯ তারিখ হিসাবে ন্যূনতম ৪৫ থেকে ৫৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজার)
শিক্ষাগত যোগ্যতা: বি টেক/এমসিএ/এমবিএ অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা: একই পদে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা: ১ অক্টোবর, ২০১৯ তারিখ হিসাবে ন্যূনতম ৩০ থেকে ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজার)
শিক্ষাগত যোগ্যতা: বি টেক/এমসিএ/এমবিএ অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা: একই পদে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা: ১ অক্টোবর, ২০১৯ তারিখ হিসাবে ন্যূনতম ৩০ থেকে ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
www.bankofbaroda.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন। আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীকে ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ব্যাংকে ১০০টাকা জমা দিতে হবে।
আবেদনকারী বাছাইয়ের পদ্ধতি:
ইন্টারভিউ অথবা গ্রুপ ডিসকাশনের মাধ্যমেই আবেদনকারীকে নিয়োগ করা হবে। আপাতত ৩ বছরের চুক্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে। তবে দক্ষতার ভিত্তিতে প্রার্থীর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.