সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্য়াঙ্কে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক অব বরোদা। কীভাবে আবেদন করবেন? আবেদনের ন্যূনতম যোগ্য়তা কী? আসুন জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ- ১৪৬
ডেপুটি ডিফেন্স ব্য়াঙ্কিং অ্যাডভাইসর- ১
প্রাইভেট ব্যাঙ্কার-রেডিয়েন্স প্রাইভেট-৩
গ্রুপ হেড-৪
টেটিটরি হেড- ১৭
সিনিয়র রিলেশনশিপ ম্য়ানেজার-১০১
ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট- ১৮
প্রোডাক্ট হেড- ১
পোর্টফলিও রিসার্চ অ্যানালিস্ট- ১
শিক্ষাগত যোগ্যতা
ডেপুটি ডিফেন্স ব্য়াঙ্কিং অ্যাডভাইসর- যে কোনও শাখায় স্নাতক হলেই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স- ন্য়ূনতম ৫৭ বছর
প্রাইভেট ব্যাঙ্কার-রেডিয়েন্স প্রাইভেট-যে কোনও শাখায় স্নাতক হতে হবে। সেই সঙ্গে ম্য়ানেজমেন্টে ডিপ্লোমা থাকলেই আবেদন করতে পারবেন।
বয়স- ন্য়ূনতম ৩৩ বছর
গ্রুপ হেড- স্নাতক উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে পোস্ট গ্র্য়াজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে।
বয়স- ন্য়ূনতম ৩১ বছর
টেটিটরি হেড- যে কোনও শাখায় স্নাতক হলেই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স- ন্য়ূনতম ২৭ বছর
সিনিয়র রিলেশনশিপ ম্য়ানেজার- যে কোনও শাখায় স্নাতক হলেই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স- ন্য়ূনতম ২৭ বছর
ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট- যে কোনও শাখায় স্নাতক হলেই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স- ন্য়ূনতম ২৪ বছর
প্রোডাক্ট হেড- স্নাতক উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে পোস্ট গ্র্য়াজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে।
বয়স- ন্য়ূনতম ২৪বছর
পোর্টফলিও রিসার্চ অ্যানালিস্ট- যে কোনও শাখায় স্নাতক হলেই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স- ন্য়ূনতম ২২ বছর
আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৬০০ টাকা। তফশিলি জাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা করে।
কীভাবে আবেদন করবেন? প্রথমে ব্যাঙ্ক অব বরোদার ওয়েবসাইটে যান। সেখানেই পেয়ে যাবেন আবেদনের যাবতীয় খুঁটিনাটি।
আবেদনের শেষ তারিখ- ১৫ এপ্রিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.