Advertisement
Advertisement
Assam Rifles

দেশের সেবায় ব্রতী হতে চান? রয়েছে সুযোগ, জেনে নিন আবেদনের শর্ত

আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Assam Rifles invites online application for Technical and Tradesman । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:September 19, 2021 5:15 pm
  • Updated:September 19, 2021 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি দেশের জন্য কাজ করতে চান? যোগ দিতে চান অসম রাইফেলসে (Assam Rifles)? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শূন্যপদ ১২৩০টি। র‍্যালির মাধ্যমে হবে কর্মী নিয়োগ। র‍্যালি শুরু হবে ১ ডিসেম্বর থেকে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১ আগস্ট, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Govt Jobs 2021: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত]

আবেদনের পদ্ধতি:
http://www.assamrifles.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগের পদ্ধতি:
র‍্যালির নথিপত্র যাচাইয়ের পর দৈহিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। শারীরিক পরীক্ষা নিরীক্ষায় সফল হওয়াও আবশ্যক।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য http://www.assamrifles.gov.in এই ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement