Advertisement
Advertisement

ডাকবিভাগে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

অনলাইনেই করা যাবে আবেদন৷

Apply for jobs in West Bengal postal department
Published by: Sayani Sen
  • Posted:September 8, 2018 6:01 pm
  • Updated:September 8, 2018 6:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাকবিভাগ৷ মাল্টি-টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে৷ www.westbengalpost.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর শিলিগুড়ি ও গ্যাংটকে কর্মী নিয়োগ হবে৷ ৫ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর৷

[খড়গপুর আইআইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ]

মাল্টি-টাস্কিং স্টাফ হিসাবে ২৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ৷ মাধ্যমিক পাশ  হলেই আপনি ওই পদে আবেদন করতে পারেন৷ বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষায় বলতে ও লিখতে পারার দক্ষতা থাকতে হবে৷ ৪ অক্টোবর, ২০১৮-র হিসাবে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮বছর হতেই হবে৷ সর্বোচ্চ ২৫বছর পর্যন্ত বয়সীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে৷ এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসি আবেদনকারীরা ১০বছর বয়সের ছাড় পাবেন৷      

Advertisement

[কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ, মাস্টার্স হলেই করা যাবে আবেদন]

www.westbengalpost.gov.in-এই ওয়েবসাইটে গিয়েই ভারতীয় ডাক বিভাগের মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করা যাবে৷ এই পদে আবেদনের জন্য ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে৷ পরীক্ষা দেওয়ার জন্য ওই প্রার্থীকেই জমা দিতে হবে আরও ৫০০ টাকা৷ আবেদন করার পর আবেদন পত্রের প্রিন্ট আউট নিয়ে নিতে হবে প্রার্থীদের৷ ৫ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷

[মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি]

৪ অক্টোবরের পর ওই নির্দিষ্ট ওয়েবসাইটে আবারও পরীক্ষার দিনক্ষণ ও স্থান জানানো হবে৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাকবিভাগ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement