সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত ইন্দো-রাশিয়ান শিক্ষা সম্মেলনে একাধিক রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের (Russian University) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় (Adamas University)। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার আদান-প্রদানের লক্ষ্যে রাশিয়ার ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় অংশ নেয় এই সম্মেলনে।
অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ড. সমিত রায় আন্তঃবিভাগীয় সহযোগিতা বাড়াতে কুবান রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও অ্যাডামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক বিশ্ববিদ্যালয়।
উত্তর মেরু সংক্রান্ত গবেষণা নিয়ে আলোচনা উপলক্ষ্যে নর্থ ফোরাম আয়োজিত গোলটেবিল সম্মেলনেও অংশ নেয় এই বিশ্ববিদ্যালয়। এছাড়াও অংশ নেয় রাশিয়ান-এশিয়ান আর্কটিক রিসার্চ কনসোর্টিয়ামে। সবকটি চুক্তির মধ্যে দিয়ে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণায় যুগান্তকারী পরিবর্তন আনার ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার উপর জোর দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.