Advertisement
Advertisement

Breaking News

কন্যাশ্রী প্রকল্প

স্নাতক হলেই কন্যাশ্রী প্রকল্পে মিলবে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

আবেদন করতে ভুলবেন না৷

Accountant and Data Entry Operator Jobs in Kanyashree Section
Published by: Sayani Sen
  • Posted:May 30, 2019 5:36 pm
  • Updated:May 30, 2019 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিলিগুড়িতে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের৷ হিসাবরক্ষক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে৷ আপাতত এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ তবে কর্মীর দক্ষতার বিচারে তাঁকে স্থায়ী পদেও নিয়োগ করা হতে পারে৷ ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৪ জুনের মধ্যে  www.siliguri.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন৷

ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট ৫ জনকে নিয়োগ করা হবে৷ তাঁদের মধ্যে তফসিলি জাতি এবং উপজাতির জন্য একটি করে দুটি পদ সংরক্ষিত৷ বাকি তিনটি পদ সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য বরাদ্দ৷

শিক্ষাগত যোগ্যতা:

১. এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক হতেই হবে৷
২. কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷ এমএস অফিস সম্পর্কেও জ্ঞান থাকা আবশ্যক৷ মিনিটে ৩০টি শব্দ টাইপের দ্রুততা থাকাও বাধ্যতামূলক৷

Advertisement

অভিজ্ঞতা:
যেকোনও স্বেচ্ছাসেবী সংগঠনে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷

আবেদনের বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ ১ জানুয়ারি, ২০১৯ তারিখের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের যোগ্য৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷

বেতন: এই পদে নিযুক্ত ব্যক্তি ১১ হাজার টাকা বেতন পাবেন৷

[ আরও পড়ুন: রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পদপ্তরে নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

শিলিগুড়ি জেলার হিসাবরক্ষক পদে মাত্র একটি শূন্যপদ রয়েছে৷ যা তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে৷
২. এমএস অফিস, ট্যালি, প্রেজেন্টেশন সম্পর্কে আবেদনকারীর জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷

অভিজ্ঞতা:
যেকোনও স্বেচ্ছাসেবী সংগঠনে আবেদনকারীর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷

আবেদনের বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ ১ জানুয়ারি, ২০১৯ তারিখের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা  এই শূন্যপদে আবেদনের যোগ্য৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷

বেতন: এই পদে নিযুক্ত ব্যক্তি ১৫ হাজার টাকা বেতন পাবেন৷

আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৪ জুনের মধ্যে www.siliguri.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন৷ লিখিত পরীক্ষা, কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং ইন্টারভিউয়ের পরেই প্রার্থীকে নির্বাচন করা হবে৷ একজন ব্যক্তি কেবলমাত্র একটি পদেই আবেদন করতে পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement