সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার কি নার্সিং ট্রেনিং করা হয়েছে? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ৷ কারণ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৮১৫৯ জন স্টাফ নার্স গ্রেড টু পদে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আপাতত অস্থায়ীভাবে নিয়োগ করা হবে৷ তবে পরবর্তীকালে যোগ্যতার নিরিখে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় নির্দিষ্ট ছাড় পাবেন।
আবেদনকারীর যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই ইন্ডিয়ান নার্সিং স্কুল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও নার্সিং ট্রেনিং স্কুল/কলেজ থেকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে/ বেসিক বিএসসি (নার্সিং) পাশ হওয়া চাই।
২. ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে নার্স মিডওয়াইফারিতে নাম নথিভুক্ত থাকা চাই
৩. বাংলা অথবা নেপালি ভাষায় কথা বলতে বা লিখতে জানতে হবে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। ১৯ জুলাই থেকে ২৯ জুলাই ২০১৯ রাত ৮টা পর্যন্ত অনলাইন আবেদন গ্রাহ্য।
বেতন:
চূড়ান্ত স্তরে বাছাইয়ের পর নিযুক্ত প্রার্থী গ্রেড পে ৭৬৮০ টাকা হিসাবে ৭১০০-৩৭৬০০টাকা বেতন পাবেন৷ মিলবে অন্যান্য ভাতাও।
আবেদনের ফি:
আবেদনকারীকে গভর্নমেন্ট রিসিট পোর্টাল পদ্ধতি ব্যাংক অথবা পোস্ট অফিসের মাধ্যমে ২১০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি এবং উপজাতি ও বিশেষ ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনকারীকে পরীক্ষার দিনক্ষণ জানার জন্য উপরোক্ত ওয়েবসাইটে নজর রাখতে হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.