Advertisement
Advertisement

Breaking News

Medicon 2025

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল ৩৮তম ‘মেডিকন-২০২৫’ অনুষ্ঠান

অনুষ্ঠানে আগত সমস্ত প্রতিনিধিদের শংসাপত্র প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

38th Medicon 2025 program organized in Kalyani University
Published by: Amit Kumar Das
  • Posted:April 28, 2025 10:35 am
  • Updated:April 28, 2025 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে আয়োজিত হল ৩৮তম মেডিকন- ২০২৫ অনুষ্ঠান। ‘ডাঃ কে আর অধিকারী কলেজ অফ অপ্টমেট্রি এন্ড প্যারামেডিকেল টেকনোলজি’ ও ‘কল্যাণী বিশ্ববিদ্যালয়’-এর যৌথ উদ্যোগে এবং ‘গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন’ ও ‘আই এম এ কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চ’-এর সহযোগিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠান।

রবিবার মেডিকন-২০২৫ অনুষ্ঠানের উদ্বোধন করেন, কলকাতা পুরসভার প্রাক্তন শেরিফ ও বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জেন ডাঃ সাধন চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন ডক্টর চন্দ্রনাথ পাল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর শুভাশিস সাহা, গ্রেটার কোলকাতা ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডাঃ আর এন ভট্টাচাৰ্য, আই এম এ নৈহাটি শাখার সম্পাদক ডাঃ প্রদীপ কুমার শর্মা। অনুষ্ঠানটির বিষয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ কে আর অধিকারী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল অ্যান্ড মেডিক্যাল সাইন্সিসের ডিন অধ্যাপক ডাঃ তপন কুমার অধিকারী।

Advertisement
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানে সায়েন্টিফিক ও সোসিওমেডিক্যাল বিভাগে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন ডাঃ কে পি হালদার, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডাঃ সুজিত নারায়ণ নন্দী, ডাঃ কে আর অধিকারী কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মহম্মদ পারভেজ আলম, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর অলোক কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর মনোজ কুমার চক্রবর্তী। এছাড়াও ‘মেডিকন-২০২৫’ এ রিসার্চ স্কলার, বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীরা বিভিন্ন গবেষণা বিষয়ক আলোচনা করেন একাধিক বিষয়ের উপর। নদিয়া এবং পার্শ্ববর্তী জেলাগুলি থেকে প্রায় ৪২০ জন চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আগত সমস্ত প্রতিনিধিদের শংসাপত্র প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement