Advertisement
Advertisement

Breaking News

জেলায় ৩৪৩ পঞ্চায়েত কর্মী নিয়োগ

শূন্যপদের বিন্যাস: গ্রাম পঞ্চায়েত কর্মী ১২৯, নির্মাণ সহায়ক ৩০, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ১৫, সহায়ক ৭০, ব্লক ইনফর্মেটিক অফিসার ২, সমিতি এডুকেশন অফিসার ১৯, অ্যাকাউন্টস ক্লার্ক ১৯, ক্লার্ক কাম টাইপিস্ট ১৯ ও ডেটা এন্ট্রি অপারেটর ৪৷

343 vacancy in panchayat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 12:59 pm
  • Updated:June 11, 2018 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও ডেটা এন্ট্রি অপারেটর-সহ নানা পদে ৩৪৩ জনকে নিয়োগ করবে বীরভূম জেলা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগ৷ আবেদন করতে হবে অনলাইনে www.birbhum.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষ দিন ২৫ জুলাই, ২০১৬৷

শূন্যপদের বিন্যাস: গ্রাম পঞ্চায়েত কর্মী ১২৯, নির্মাণ সহায়ক ৩০, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ১৫, সহায়ক ৭০, ব্লক ইনফর্মেটিক অফিসার ২, সমিতি এডুকেশন অফিসার ১৯, অ্যাকাউন্টস ক্লার্ক ১৯, ক্লার্ক কাম টাইপিস্ট ১৯ ও ডেটা এন্ট্রি অপারেটর ৪৷

Advertisement

শিক্ষাগত যোগ্যতা চাই পদ অনুযায়ী ক্লাস এইট থেকে স্নাতক পাস৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার নলেজ টেস্ট ও ইন্টারভিউ’র মাধ্যমে৷ যোগ্য প্রার্থীদের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে৷ যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা বেতনক্রমে৷ সঙ্গে গ্রেড পে ২,৩০০ টাকা৷ নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement