Advertisement
Advertisement

Breaking News

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি জানতে এই প্রতিবেদন আপনাকে পড়তেই হবে৷

325 Specialist Officer Jobs in PNB
Published by: Sayani Sen
  • Posted:February 20, 2019 5:34 pm
  • Updated:February 20, 2019 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? সরকারি চাকরি খুঁজছেন? ব্যাংকে চাকরি জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর৷ কারণ সিনিয়র ম্যানেজার(ক্রেডিট), সিনিয়র ম্যানেজার(ল), ম্যানেজার(ল), ম্যানেজার(এইচআরডি) এবং অফিসার(আইটি) পদে মোট ৩২৫ জনকে নিয়োগ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক৷ www.pnbindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ তারিখ আগামী ২ মার্চ৷

সিনিয়র ম্যানেজার(ক্রেডিট)
শূন্যপদ: ৫১টি
শিক্ষাগত যোগ্যতা: সিএ/আইসিডব্লুএ/এমবিএ অথবা ফিনান্সের ডিগ্রি থাকলে বা ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
অভিজ্ঞতা: ৫ বছরের অভিজ্ঞতা থাকলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যেতে পারে৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর থেকে ১ জানুয়ারি, ২০১৯-এর হিসাবে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদের জন্য নির্বাচিতরা ৪২,০২০ টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

Advertisement

ম্যানেজার(ক্রেডিট)
শূন্যপদ: ২৬টি
শিক্ষাগত যোগ্যতা: সিএ/আইসিডব্লুএ/এমবিএ অথবা ফিনান্সের ডিগ্রি থাকলে বা ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
অভিজ্ঞতা: ব্যাংকে চাকরির অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর থেকে ১ জানুয়ারি, ২০১৯-এর হিসাবে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদের জন্য নির্বাচিতরা ৩১ হাজার ৭০৫ টাকা-৪৫ হাজার ৯৫০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ

সিনিয়র ম্যানেজার(ল)
শূন্যপদ: ৫৫টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনকারীদের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের জন্য আইনে স্নাতক হওয়া বাঞ্ছনীয়৷
অভিজ্ঞতা: এই শূন্যপদে আবেদনের জন্য যেকোনও ল ফার্মে বা আইনজীবীর কাছে ৭ বছরের প্র্যাক্টিস করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদের জন্য নির্বাচিতরা ৪২ হাজার ২০ টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

ম্যানেজার(ল)
শূন্যপদ: ৫৫টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনকারীদের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের জন্য আইনে স্নাতক হওয়া বাঞ্ছনীয়৷
অভিজ্ঞতা: এই শূন্যপদে আবেদনের জন্য যেকোনও ল ফার্মে বা আইনজীবীর কাছে ৩ বছরের প্র্যাক্টিস করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদের জন্য নির্বাচিতরা ৩১ হাজার ৭০৫ টাকা থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার, রইল আবেদনের পদ্ধতি

ম্যানেজার(এইচআরডি)
শূন্যপদ: ১৮টি
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট/মানবসম্পদ উন্নয়ন/শ্রমিক আইনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করা যেতে পারে৷
অভিজ্ঞতা: ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: ৩১ হাজার ৭০৫ টাকা থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

অফিসার(আইটি)
শূন্যপদ: ১২০টি
শিক্ষাগত যোগ্যতা: এমসিএ/ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশনে বি.টেক/কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ইনফর্মেশন টেকনোলজির ডিগ্রি থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷
অভিজ্ঞতা: ব্যাংকে চাকরির ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: ২৩,৭০০ থেকে সর্বোচ্চ ৪২,০২০ টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থী৷

মাধ্যমিক পাশ হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

আবেদনের পদ্ধতি:
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে৷ আগামী ২ মার্চের মধ্যে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে কর্মী নিয়োগ৷

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে৷ তবে তফসিলি জাতি, উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মাত্র ১০০ টাকা ব্যাংকে জমা দিলেই চলবে৷ অনলাইনে অথবা সরাসরি ব্যাংকে গিয়েও আবেদনকারী টাকা জমা দিতে পারবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement