Advertisement
Advertisement

Breaking News

এসবিআইতে ৩০০৮টি শূন্য পদ

‌যে কোনও শাখায় গ্র্যাজুয়েটরা জুনিয়র অ্যাসোসিয়েটস পদের জন্য আবেদন করতে পারেন৷

3008 vacancy in SBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 1:12 pm
  • Updated:June 12, 2018 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস ও জুনিয়র এগ্রিকালচারাল অ্যাসোসিয়েটস পদে ৩০০৮ জনকে নিয়োগ করবে৷ আবেদন করতে হবে অনলাইনে www.sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষদিন ২৫ আগস্ট, ২০১৬৷ নিয়োগ করা হবে ক্লারিক্যাল ক্যাডার পদে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CRPD/CR/2016-17/01৷ মোট শূন্যপদের মধ্যে কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ১০০৮, জুনিয়র এগ্রিকালচারাল অ্যাসোসিয়েটস ২০০০৷

‌যে কোনও শাখায় গ্র্যাজুয়েটরা জুনিয়র অ্যাসোসিয়েটস পদের জন্য আবেদন করতে পারেন৷ এগ্রিকালচার বা এগ্রিকালচার সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনও স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট পাসরা জুনিয়র এগ্রিকালচারাল অ্যাসোসিয়েটস পদের জন্য আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ এপ্রিল, ২০১৬ তারিখ অনুযায়ী দু’টি পদের ক্ষেত্রেই ২০ থেকে ২৮ বছরের মধ্যে৷ বয়সে সংক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷

Advertisement

অনলাইনে আবেদনের পর তার ও রেজিস্ট্রেশন স্লিপের একটি করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখবেন৷ পরবর্তী সময়ে এগুলি কাজে লাগবে৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও প্রিন্ট আউট পাঠাবেন না৷ নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে উপরোক্ত ওয়েবসাইটে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement