Advertisement
Advertisement

Breaking News

অষ্টম শ্রেণি পাশ? তবে আপনার জন্য রইল সরকারি চাকরির সন্ধান

জেনে নিন কীভাবে করবেন আবেদন৷

221 Group-D Jobs in Calcutta High Court
Published by: Sayani Sen
  • Posted:October 6, 2018 6:01 pm
  • Updated:October 6, 2018 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কলকাতা হাই কোর্টে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ৷ পিওন, বরকন্দাজ, দারোয়ান, নাইট গার্ড ও সাফাইকর্মী পদে কর্মী নিয়োগ করা হবে৷

বিজ্ঞপ্তি নম্বর: ৪৪৪১আরজি ৷ www.calcuttahighcourt.gov.in – এই ওয়েবসাইটে গিয়েই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷

Advertisement

[আইনের জ্ঞান থাকলেই আপনার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকারের চাকরি]

২২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট৷ অষ্টম শ্রেণি পাশ করলেই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷ এছাড়াও আবেদনকারীদের অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও পড়ায় দক্ষতা থাকা প্রয়োজন৷ ১ জানুয়ারি, ২০১৮ তারিখে যাঁদের বয়স  ১৮ থেকে ৪০ বছর মধ্যে, তাঁরাই  এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷  সরকারি নিয়মে বয়সসীমায় ছাড় পারবেন এসসি, এসটি এবং ওবিসি শ্রেণিভুক্ত কর্মপ্রার্থীরা৷ 

[রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

www.calcuttahighcourt.gov.in – এই ওয়েবসাইটে গিয়েই চাকরির জন্য আবেদন করা যাবে৷ আবেদনের সময়সীমা ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত৷ ২৫ নভেম্বর লিখিত পরীক্ষা৷ পরীক্ষায় বসার জন্য ব্যাংকে ৪০০ টাকা জমা দিতে হবে আবেদনকারীদের৷ এস ও এসটি প্রার্থীদের জমা দিতে হবে ১৫০ টাকা৷ ব্যাংকে টাকা জমা দেওয়ার পর যে চালান পাওয়া যায়, পরীক্ষাকেন্দ্রে তা নিয়ে যাওয়া বাধ্যতামূলক৷ আপাতত চুক্তি ভিত্তিতেই কর্মী নিয়োগ হবে কলকাতা হাই কোর্টে৷ দক্ষ কর্মীরা এক বছর পর স্থায়ী চাকরি পাবেন হাই কোর্টে,  গ্রুপ ডি পদে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement