Advertisement
Advertisement

Breaking News

India Post

অষ্টম শ্রেণি পাশেই ডাকবিভাগে মিলতে পারে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Job in Bengali News: 19 Skilled Artisan jobs in India Post, Mail Motor Services, Kolkata।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 7, 2020 7:37 pm
  • Updated:October 7, 2020 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ (India Post)। বিভিন্ন বিভাগে দক্ষ ব্যক্তি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ২ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

কোন বিভাগে কত শূন্যপদ
১. মোটর ভেহিক্যাল মেকানিক – ৮টি
২. মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান – ৪টি
৩. ব্ল্যাকস্মিথ – ২টি
৪. টায়ারম্যান – ২টি
৫. পেন্টার – ১টি
৬. আপহোল্ডার – ১টি
৭. কার্পেন্টার অ্যান্ড জয়েনার – ১টি

Advertisement

আবেদনকারীর যোগ্যতা:
১. যে পদের জন্য প্রার্থীরা আবেদন করবেন তার প্রশিক্ষণ থাকা প্রয়োজন অথবা ১ বছরের অভিজ্ঞতা-সহ অষ্টম শ্রেণি পাশেরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. মোটর ভেহিক্যাল মেকানিক পদে যাঁরা আবেদন করবেন তাঁদের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০১৮ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। এছাড়া নির্ধারিত নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপরজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: মিলতে পারে মোটা বেতনের চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

বেতন:
এই শূন্যপদে যাঁরা নিযুক্ত হবেন তাঁরা ৫ হাজার ২০০ থেকে ২০ হাজার ২০০ টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
একটি সাদা পাতায় আবেদনকারীকে তাঁর বায়োডেটা লিখতে হবে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানাটি হল:
দ্য সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিসেস, ১৩৯, বেলেঘাটা রোড, কলকাতা-৭০০০১৫।

আবেদনপত্র আগামী ২ নভেম্বরের মধ্যে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া:
যে বিভাগে আবেদন করবেন, সেই বিভাগে পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। তবে কবে, কোথায় পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: ভাল বেতনে রাজ্য সরকারি চাকরির সুযোগ, জেনে নিন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement