Advertisement
Advertisement
বিএসএফ

বিএসএফের হেড কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

পুরুষ, মহিলা উভয়েই আবেদন করতে পারেন৷

1072 Head Constable Jobs in Border Security Force
Published by: Sayani Sen
  • Posted:May 6, 2019 6:12 pm
  • Updated:May 6, 2019 6:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ বিএসএফের হেড কনস্টেবল পদে ১০৭২ জনকে নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তিভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে৷ তবে দক্ষতার ভিত্তিতে পদোন্নতিও হতে পারে তাঁদের৷ ইচ্ছুক পুরুষ এবং মহিলা প্রার্থীদের আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে পারেন৷

হেড কনস্টেবল(রেডিও অপারেটর)
শূন্যপদ: ৩০০টি
শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে৷
২. উচ্চমাধ্যমিক পাশ হলে প্রার্থীর বিষয় তালিকায় ভৌতবিজ্ঞান, রসায়ন এবং অঙ্ক থাকতেই হবে৷
৩. রেডিও, টিভি, কম্পিউটার অপারেটিংয়ের কোর্সে ন্যূনতম দু’বছরের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়৷

Advertisement

হেড কনস্টেবল(রেডিও মেক্যানিক)
শূন্যপদ: ৭৭২টি
শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে৷
২. উচ্চমাধ্যমিক পাশ হলে প্রার্থীর বিষয় তালিকায় ভৌতবিজ্ঞান, রসায়ন এবং অঙ্ক থাকতেই হবে৷ ৬০ শতাংশ নম্বর থাকাও বাঞ্ছনীয়৷
৩. রেডিও, টিভি, কম্পিউটার অপারেটিংয়ের কোর্সে ন্যূনতম দু’বছরের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়৷

[আরও পড়ুন: আপনি কি মাধ্যমিক পাশ? সেনাবাহিনীতে চাকরির আবেদন করতেই পারেন]

শারীরিক দক্ষতা:
পুরুষ প্রার্থী:
উচ্চতা: সাধারণ (জেনারেল) প্রার্থীদের ক্ষেত্রে ১৬৮ সেন্টিমিটার৷ তফসিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫ সেন্টিমিটার হওয়া প্রয়োজন৷
ছাতি (না ফুলিয়ে): ৮০ সেন্টিমিটার৷
ছাতি (ফুলিয়ে): ৮৫ সেন্টিমিটার৷
উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হওয়া বাঞ্ছনীয়৷

মহিলা প্রার্থী:
উচ্চতা:
সাধারণ (জেনারেল) প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেন্টিমিটার৷ তফসিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ১৫৪ সেন্টিমিটার হওয়া প্রয়োজন৷ উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হওয়া বাঞ্ছনীয়৷ 

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর থেকে ১২ জুন, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ এছাড়াও সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন৷

[ আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন?]

আবেদনের পদ্ধতি:
www.bsf.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন৷ ১৪ মে থেকে আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে হবে৷ আবেদনের জন্য সাধারণ বিভাগের পুরুষ প্রার্থীদের ব্যাংকে ১০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে৷ মহিলা, তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে টাকা জমা দিতে হবে না৷ লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপজোকে সফল হলেই মিলবে চাকরি৷ পরীক্ষার সময়সূচি জানার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

বেতন:
সফল প্রার্থীরা প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পাবেন৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement