Advertisement
Advertisement

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শ্যামনগর, সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর

পার্টি অফিস দখল ও পুনরুদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে দুই রাজনৈতিক দলের মধ্যে৷

TMC-BJP clash in Shyamnagar, MP Arjun Singh's car vandaliszed

কর্মীদের সঙ্গে বিক্ষোভে অর্জুন সিং

Published by: Tanujit Das
  • Posted:September 1, 2019 1:08 pm
  • Updated:September 1, 2019 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্টি অফিস দখল ও পুনরুদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়াল শ্যামনগরে৷ অভিযোগ, এলাকায় পৌঁছলে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর করেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

[ আরও পড়ুন: বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে জনতার রোষে পুরকর্মীরা, ধুন্ধুমার কাটোয়ায় ]

Advertisement

জানা গিয়েছে, রবিবার সকালে শ্যামনগরের ফিডার রোডের উপর অবস্থিত বিজেপির দুটি পার্টি অফিস দখলের চেষ্টা করেছে তৃণমূল৷ বিজেপির পতাকা, ফেস্টুন, ফ্লেক্স খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেওয়া হয়৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ এলাকায় আসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তাঁর অভিযোগ, পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ ইট, লাঠি দিয়ে তাঁর গাড়ির কাচ ভাঙা হয়৷ ইচ্ছাকৃত ভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে শাসকদল৷ প্রতিবাদে রাস্তা অবরোধ করে গেরুয়া বাহিনী৷ কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ দেখান তিনি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ওই দুটি পার্টি অফিস আগে তৃণমূলেরই ছিল৷ লোকসভা ভোটের পর গায়ের জোরে তা দখল করে বিজেপি তথা অর্জুন সিংয়ের গুন্ডাবাহিনী৷ তারাই এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে৷

[ আরও পড়ুন: পুজোর কেনাকাটি করতে যাবেন? বেরনোর আগে জানুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ]

পুলিশের সামনেই দুষ্কৃতী তাণ্ডবের এই ঘটনা ঘটায়, প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে৷ আতঙ্কে রয়েছেন বাসিন্দারা৷ এলাকার পরিস্থিতি এখনও থমথমে৷ চলছে পুলিশি টহলদারি৷ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক৷ লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বারাকপুর ও তৎসংলগ্ন এলাকা৷ দুষ্কৃতী তাণ্ডবের দীর্ঘদিন অবরুদ্ধ হয়ে গিয়েছিল ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া এলাকা৷ পরে প্রশাসনের তৎপরতায় ও বিভিন্ন রাজনৈতিক দলের হস্তক্ষেপে অনেকটাই শান্ত হয়েছে এই সমস্ত এলাকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement