শাহজাদ হোসেন, ফরাক্কা: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যান। তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা ব্যারেজের ৮৫ নম্বর গেট থেকে উদ্ধার হয় ওই তরুণের দেহ।
বছর আঠেরোর ওই তরুণের নাম সৌম্যজিৎ মণ্ডল। তিনি মালদহের (Malda) বাসিন্দা। গত শুক্রবার ৬ জন বন্ধুর সঙ্গে মালদহের বিহারিটোলা গঙ্গায় স্নান করতে নামেন ওই তরুণ। ২ জন তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।
তবে প্রথম দু’দিন ওই তরুণের কোনও খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে ফরাক্কা ব্যারেজে (Farakka Barrage) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান ৮৫ নম্বর গেটে তল্লাশি চালানোর সময় ওই তরুণের দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত ওই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। মাত্র ১৮ বছর বয়সি ছেলের মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। চোখের জলে ভাসছেন তাঁর পরিজনেরা। প্রতিবেশীরাও কঠিন বাস্তব মানতে পারছেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.