Advertisement
Advertisement

Breaking News

cooch behar

রাস্তায় দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কাটার চেষ্টা যুবকের! চাঞ্চল্য কোচবিহারে

কেন এমন কাণ্ড?

Youth trying to cut the throat with a sharp weapon | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 25, 2021 3:17 pm
  • Updated:January 25, 2021 3:17 pm  

বিক্রম রায়, কোচবিহার: রাস্তায় দাঁড়িয়ে নিজের গলায় সুপারি কাটা যাঁতি চালাল যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ওই যুবক। কেন এই কাণ্ড, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিন কোচবিহারের পচাগড় এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন এক যুবককে। মাথায় উসকো-খুসকো চুল। এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। কিন্তু কেউ কিছু বলেননি। আচমকাই তাঁরা দেখেন যাঁতি দিয়ে গলায় আঘাত করছে ওই যুবক। রক্তে ভেসে যাচ্ছে শরীর। স্থানীয়রা তাঁর হাত থেকে যাঁতি নিয়ে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে গলায় গভীর ক্ষত তৈরি হয়েছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে ভরতি তিনি।

Advertisement

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের আগে রাজ্যে JMB জঙ্গিদের অনুপ্রবেশ, গোয়েন্দা রিপোর্টে বাড়ল সতর্কতা]

কিন্তু কে এই যুবক? কেন এই কাণ্ড? স্থানীয়রা বলেন, ওই যুবকের নাম বিভূতি বর্মন ওরফে দুলাল। পচাগড়েই থাকেন তিনি। তাঁদের অভিযোগ, নেশায় আসক্ত দুলাল। কয়েকদিন ধরে টাকা জোগাড় করতে পারছিলেন না। সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে ওই যুবকের বাবা জানিয়েছে, ছেলে মানসিক ভারসাম্যহীন। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভার পর পুরুলিয়ার ময়দান অপরিচ্ছন্ন, অভিযোগ তুলে সাফাই করল বিজেপি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement