সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবককে খুন করার অভিযোগ উঠল মা, বোন ও স্ত্রীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নিরঞ্জন নগর এলাকায়৷ মৃত যুবকের নাম গোবিন্দ দাস৷ গোবিন্দর মা, বোন এবং স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, টাকার জন্য প্রায়ই বাড়িতে উৎপাত করত ওই যুবক৷ পরিবারের সদস্যদের নাকি মারধরও করত৷ রবিবার মদ্যপ অবস্থায় বাড়ি আসে গোবিন্দ৷ বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে সে৷ বাবা দিতে মানা করায় চিৎকার চেঁচামেচি শুরু করে৷ মা, বোন ও স্ত্রীকে মারধর শুরু করে৷ নিজে আত্মহত্যা করারও হুমকি দেয়৷
অভিযোগ, মদ্যপ যুবকের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে রুখতে পাল্টা মারধর শুরু করে মা, বোন ও স্ত্রী৷ তিন জনের মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোবিন্দর৷ ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ৷ তিন জনকে গ্রেফতার করা হয়৷ খুনের মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে৷
আরও পড়ুন –
রাজ্যে কাজ করতে গিয়ে কী পরিস্থিতিতে পড়তে হয় পুলিশকে?
কয়লা কেলেঙ্কারিতে জেরার মুখে প্রাক্তন সিবিআই কর্তা
ফেব্রুয়ারিতেই নতুন জেলা হচ্ছে কালিম্পং, ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.