Advertisement
Advertisement

Breaking News

ছাগল চুরির অভিযোগ, সালিশি সভার নিদানে মাথা মুড়িয়ে গ্রামে ঘোরানো হল যুবককে

কোথায় ঘটল এমন ঘটনা?

Youth thrashed over alleged cattle theft in N Dinajpur
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2018 3:29 pm
  • Updated:August 10, 2018 9:36 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ছাগল চোর সন্দেহে সালিশি সভা বসাল গ্রামবাসীরা৷ সালিশি সভার নিদান অনুযায়ী যুবকের মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রাম৷ ন্যক্কারজনক এই ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুরের করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের নাকল গ্রাম৷

[মায়ের কথা মনে পড়ে গেল, বৃদ্ধার সাহায্যার্থে এই কাজটাই করলেন পুলিশ আধিকারিক]

নাকল গ্রাম মূলত আদিবাসী অধ্যুষিত৷ দিনকয়েক আগে ওই গ্রাম থেকে একটি ছাগল চুরি যায়৷ এক গ্রামবাসী দাবি করে, ওই ছাগলটি চুরি করেছেন স্থানীয় যুবক রাজু বসাক৷ বিলাসপুর হাটে বৃহস্পতিবার সে ওই ছাগল বিক্রি করতে যায় বলেও দাবি গ্রামবাসীদের৷ রাজু গ্রামে ফিরতেই তাকে ঘিরে ধরেন গ্রামবাসীরা৷ শুরু হয় মারধর৷ বসানো হয় সালিশি সভা৷ সালিশি সভায় মাতব্বররা নিদান দেয় ছাগল চুরির অপরাধে রাজুকে মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হবে৷ সেই অনুযায়ী গোটা গ্রামও ঘোরানো হয় তাঁকে৷

Advertisement
[আবুধাবিতে কাজে গিয়ে খুন নদিয়ার যুবক, বাড়ছে রহস্য]

[শিলিগুড়িতে স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা শপিং মল, অভিনব উদ্যোগ এসজেডিএ-র]

ইতিমধ্যেই খবর পৌঁছয় করণদিঘি থানার পুলিশের কাছে৷ আইসি পরিমল চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়৷ মাতব্বরদের কাজে বাধা দেন পুলিশকর্তারা৷ কিন্তু তাতেও লাভ হয়নি কিছুই৷ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পরেন গ্রামবাসীরা৷ শুরু হয় ঝগড়াঝাটি৷ পুলিশের সামনেই বেধড়ক মারধরও করা হয় রাজুকে৷ অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আয়ত্ত্বে আসে৷ উদ্ধার করা হয় ওই যুবককে৷ আইসি পরিমল চক্রবর্তী বলেন, ‘‘মামলা রুজু হয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে৷ ছাগলটি আদৌ রাজু চুরি করেছিলেন কীনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷’’ জুতোর মালা পরিয়ে ওই যুবককে ঘোরানো হয়েছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি৷ তবে গ্রামে সালিশি সভা বসানো হয়েছিল তা মানতে নারাজ আইসি পরিমল চক্রবর্তী৷

[ক্যানিংয়ে পুলিশের জালে তিন অস্ত্র পাচারকারী, বাজেয়াপ্ত গাড়ি ভরতি আগ্নেয়াস্ত্র]

জখম ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি৷ এদিকে, এই ঘটনার সমালোচনায় সরব আদিবাসী নেতা শ্যামল মাঝি৷ তিনি বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে৷’’

[মেয়ের জন্মদিনে পথশিশুদের ভূরিভোজ দম্পতির, বর্ধমানে মানবিক ছবি]

ছবি ও ভিডিও: দীপিকা দে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement