রাজকুমার ও সন্দীপ চক্রবর্তী: অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে। তাঁর নিজের তেমন কোনও রোজগারও নেই। ফেসবুকে জেলাশাসকের স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে বিপদে পড়েছেন ফালাকাটার বিনোদ সরকার। মানসিক চাপে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরিবারের লোকেদের অভিযোগ, চাকরির বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ। এদিকে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলকে সরাতে চেয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত দশদিনের ছুটিতে পাঠানো হয়েছে অভিযুক্ত জেলাশাসককে।
[ সপরিবারে আলিপুরদুয়ার ছাড়লেন বিতর্কিত জেলাশাসক নিখিল নির্মল]
সাধারণ মানুষ তো বটেই, ফেসবুক অ্যাকাউন্ট থাকে নেতা-মন্ত্রী, প্রশাসনিক কর্তাব্যক্তিদেরও। বাদ যাননি তাঁদের পরিবারের লোকেরাও। ফেসবুকেই জেলাশাসকের স্ত্রীর সঙ্গে আলাপ হয় ফালাকাটার যুবক বিনোদ সরকারের। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী সম্পর্কে অশালীন মন্তব্য করেছে বিনোদ। তাকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ। থানায় গিয়ে অভিযুক্তকে বেধড়ক মারধর করেছেন জেলাশাসক ও তাঁর স্ত্রী। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্যে। সোমবার অভিযুক্ত জেলাশাসককে দশদিনের ছুটিতে পাঠিয়েছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, নিখিল নির্মলকে জেলাশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠাচ্ছে নবান্ন। এখন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন জেলাশাসকরা। ১৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে থাকবেন তাঁরা। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার দায়িত্ব নিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) চিরঞ্জীব ঘোষ।
এদিকে থানায় ঢুকে যে যুবককে মারধর করেছেন আলিপুরদুয়ারের জেলাশাসক, সেই বিনোদ সরকারকে সোমবার জামিন দিয়েছে আদালত। পরিবারের লোকেদের দাবি, জামিন পাওয়ার পর রীতিমতো তার মগজধোলাই করেছেন পুলিশ আধিকারিকরা। জেলাশাসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের না করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। পুলিশ আধিকারিকরা বলেছেন, আপস করে নিলে বিনোদ সরকারকে চাকরি দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত যা খবর, জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্তেই অনড় আক্রান্ত যুবকের পরিবারের লোকেরা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.