Advertisement
Advertisement

প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে খুন, চাঞ্চল্য বৈদ্যবাটি স্টেশনে

গ্রেপ্তার অভিযুক্ত।

Youth stabbed to death in Baidyabati
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2018 7:29 pm
  • Updated:June 19, 2018 7:29 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মঙ্গলবার দুপুরে প্রকাশ্য দিবালেকে বৈদ্যবাটি স্টেশনের উপর এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতী। ভিড় স্টেশনের এমন আকস্মিক ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

এদিন দুপুর ৩ টে ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে বৈদ্যবাটি স্টেশনের ডাউন ১ নং প্ল্যাটফর্মে। বছর ৩৪-এর ওই যুবক প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে এক দুষ্কৃতী এসে ওই যুবককে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক। রক্তে ভেসে যায় প্ল্যাটফর্ম। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন স্টেশনে উপস্থিত নিত্যযাত্রীরা। ভয়ে প্ল্যাটফর্মের স্টলগুলির মালিকরা তাড়াতাড়ি ঝাঁপ নামিয়ে দেন। খবর পেয়ে বৈদ্যবাটি স্টেশনমাস্টার দু’জন সাফাইকর্মীকে নিয়ে স্ট্রেচারে করে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে হাজির হন। কিন্তু ততক্ষণে যুবকের মৃত্যু হয়েছে। পরে শেওড়াফুলি জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement

[বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে]

জিআরপি সূত্রে জানা যায় মৃতের নাম জয়প্রকাশ দাস (৩৪)। বাড়ি হুগলির চাঁপদানিতে। ঘটনা ঘটার দুই ঘণ্টার মধ্যে শেওড়াফুলি জিআরপি খুনের অভিযোগে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তারও করে। জিআরপি সূত্রে জানা যায় মৃত ব্যক্তি ও দুষ্কৃতী দুজনেই সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। ব্যক্তিগত শত্রুতার কারণেই জয়প্রকাশকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। তবে এদিনের ঘটনার পর নিত্যযাত্রীরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। নিত্যযাত্রীদের বক্তব্য, স্টেশনে যদি প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা ঘটে তবে আগামী দিনে তাঁদের স্টেশনে দাঁড়িয়ে থাকাও বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে যাত্রী সাধারণ স্টেশনগুলিতে আরও বেশি নিরপত্তারক্ষী মোতায়েন করার দাবি জানিয়েছেন।

[রাজ্যে জারি তাপপ্রবাহ, ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত বেসরকারি স্কুলগুলিরও ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement