Advertisement
Advertisement

ঠাকুর দেখতে যাওয়ার অছিলায় বন্ধুকে খুন, গ্রেপ্তার ৫

চাঞ্চল্য হুগলির চকবাজারে৷

Youth murdered in Hooghly, 5 accused held
Published by: Sayani Sen
  • Posted:October 17, 2018 7:45 pm
  • Updated:October 17, 2018 7:45 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: পুজোর আবহে খুন৷ ঠাকুর দেখতে যাওয়ার অছিলায় বন্ধুকে খুনের অভিযোগ৷ ঘটনা হুগলির চুঁচুড়ার চকবাজারের৷  পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে দুটি বন্দুকও বাজেয়াপ্ত করা হয়েছে৷

[বেআইনি বিদ্যুৎ সংযোগ, জরিমানা ২,৪৫৫টি পুজো কমিটিকে]

হুগলির চকবাজারে সপ্তমীর সন্ধ্যায় পাঁচ বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবক৷ মদ্যপানের পর বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর৷ তিনটি বাইকে চড়ে ছজন বেরিয়েছিলেন একইসঙ্গে৷ অভিযোগ, চকবাজার এলাকায় বিশ্বজিৎ বিশ্বাসের মাথা লক্ষ্য করে গুলি চালায় এক বন্ধু৷ ভিড়ে ঠাসা সপ্তমীর রাতে রাস্তায় গুলির শব্দ পেয়ে জড়ো হয়ে যান স্থানীয়রা৷ তাঁদের তৎপরতায় ধরা পড়ে যান পাঁচজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ৷ বিশ্বজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ তাঁর মাথায় গুলি ও শরীরেও বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে৷ মৃতের বন্ধুদের গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে একটি বন্দুক পাওয়া গিয়েছে৷ ধৃতদের কাছ থেকেও একটি বন্দুক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা৷

Advertisement

[ঠাকুর দেখতে বেরিয়ে খুন নাবালক, ঝোঁপ থেকে উদ্ধার দেহ]

পুলিশের দাবি, এলাকায় মোটেও ভাল ছেলে হিসাবে পরিচিত ছিল না বিশ্বজিৎ৷ মদ্যপ অবস্থায় প্রায়শই এলাকায় গন্ডগোল করত সে৷ বছরখানেক আগেই এক বন্ধুর দাদাকে মারধর করে বিশ্বজিৎ৷ সেই আক্রোশেই সম্ভবত বিশ্বজিৎকে ঠাকুর দেখানোর অছিলায় মদ্যপান করিয়ে বন্ধুরাই খুন করেছে৷ ঘটনায় ওই মৃতের পাঁচ বন্ধুকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদেই খুনের কারণ সম্পর্কে সমস্ত তথ্য হাতে আসবে বলেই আশা তদন্তকারীদের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement