Advertisement
Advertisement

পরকীয়ার জের, স্ত্রীর প্রেমিককে নৃশংসভাবে খুন যুবকের

খাল থেকে উদ্ধার মুণ্ডহীন দেহ৷

Youth murdered in Barasat

ছবি: প্রতীকী।

Published by: Kumaresh Halder
  • Posted:November 7, 2018 2:14 pm
  • Updated:November 7, 2018 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সম্পর্কে দেওর-বৌদি৷ কিন্তু, বাস্তবে প্রেমিক-প্রেমিকা৷ পরকীয়ার কারণেই নৃশংসভাবে খুন হয়ে গেলেন এক যুবক৷ বাড়ির কাছেই  খাল থেকে উদ্ধার মুণ্ডহীন দেহ৷ বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের  তিরপল দক্ষিণজোড়া গ্রামে৷ দেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ৷ শেষপর্যন্ত খালের জলে মেনে দেহটি উদ্ধার করে পুলিশ৷ তবে মৃতের মুণ্ডু ও দুটি পা-র এখনও উদ্ধার করা যায়নি বলে জানা গিয়েছে৷  যে গৃহবধূর সঙ্গে মৃতের সম্পর্ক ছিল বলে অভিযোগ, তাকে ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে  মধ্যমগ্রাম থানার পুলিশ৷

[আলতা পরার স্বপ্নাদেশ পাঁচ কান হতেই পা রাঙানোর ধুম পাড়ায়]

ঘটনাটি ঠিক কী? মধ্যমগ্রামের  তিরপল দক্ষিণজোড়া গ্রামের বাসিন্দাদের দাবি, স্থানীয় যুবক হাসান আলির সঙ্গে  বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ আরজিনা বিবি৷ বিষয়টি গ্রামের সকলেই জানতেন৷ বেশ কয়েকবার সালিশি সভা ডেকে বিষয়টি মিটিয়ে ফেলারও চেষ্টা করেছিলেন গ্রামবাসীরা৷ কিন্তু, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি ছিলেন না হাসান ও আরজিনা৷ মঙ্গলবার আচমকাই নিখোঁজ হয়ে যান হাসান৷  বিস্তর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি৷ বুধবার সকালে  গ্রামের একটি খালে হাসান আলির  মুণ্ডহীন ও হাত-পা কাটা মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়৷ কিন্তু ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা৷ শেষপর্যন্ত মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে৷ তবে মৃতের মাথা ও দুটি পায়ের সন্ধান এখনও মেলেনি৷

Advertisement

এদিকে আরজিনা বিবি ও তার স্বামীর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করেছেন হাসান আলির পরিবারের লোকেরা৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জেরায় আরজিনা বিবির স্বামী জানিয়েছে, মঙ্গলবার হাসানের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থা দেখে ফেলে সে৷ রাগের মাথায়  রীতিমতো ধাওয়া করে চপার দিয়ে হাসানের মাথায় আঘাত করে ওই গৃহবধূর স্বামী৷ চপারের আঘাতে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়৷ ওই যুবকের হাত ও পা কেটে পাশের খালে ফেলে দেওয়া হয় দেহ৷ এই কাজে স্বামীকে আরজিনা বিবিও সহযোগিতা করেছে বলে অভিযোগ৷ 

[ দক্ষিণেশ্বর স্কাইওয়াকে গুটখার পিক, সমালোচনার ঝড় নেটদুনিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement