Advertisement
Advertisement

Breaking News

খুনের পর আত্মঘাতী

বিয়েতে আপত্তি প্রেমিকার পরিবারের, যন্ত্রণা ভুলতে নাবালিকাকে খুনের পর আত্মঘাতী প্রেমিকও

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে খুনের অস্ত্র দা।

Youth kills girl friend and suicide after murder in Durgapur
Published by: Sucheta Sengupta
  • Posted:February 4, 2020 6:39 pm
  • Updated:February 4, 2020 6:39 pm  

সুদীপ বন্দ্যোপধ্যায়, দুর্গাপুর: বিয়েতে আপত্তি থাকায় প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী প্রেমিক। দা দিয়ে প্রেমিকার গলার নলি কাটার পর, তা দিয়ে প্রেমিকও নিজের গলার নলি কাটল। মর্মান্তিক এই ঘটনা দুর্গাপুরের নিউটাউনশিপ থানার গণতন্ত্র কলোনির।

স্থানীয় সূত্রে খবর, ২৪ নম্বর ওয়ার্ডের গণতন্ত্র কলোনির বাসিন্দা বছর ষোলর কিশোরী। এবছর এবিএল হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা তার। বাবা কৃষ্ণ কুণ্ডু স্থানীয় একটি কাঠের দোকানের কাঠমিস্ত্রি। মা মমতাদেবী আয়ার কাজ করেন বিভিন্ন বাড়িতে। কিশোরীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা বছর পঁচিশের এক যুবকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে কিশোরীর গণতন্ত্র কলোনির বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে ওই যুবক তাঁদের বাড়িতে ঢোকেন। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন তিনি। বেশ কিছুক্ষণ পর মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাঁদের বাড়িতে এলেও দরজা বন্ধ থাকায় খুলতে পারে না।

Advertisement

[আরও পড়ুন: একই মঞ্চে কলমা ও মন্ত্রপাঠ, সম্প্রীতির গণবিবাহ মালদহের চাঁচোলে]

একই বাড়িতে থাকেন কিশোরীর জেঠু সুদেব কুণ্ডু। তিনি ভাইঝিকে ডাকাডাকি করেও সাড়া পাননি। এরপর ঘরের ছাদের টালি খুলে স্থানীয়রা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দু’জন। দেখে প্রায় আঁতকে ওঠেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় কিশোরীর মৃতদেহ। আর যুবকের দেহে তখনও প্রাণ থাকায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। বাকরুদ্ধ কিশোরীর বাবা-মা।

কিশোরীর এক সহপাঠী জানিয়েছে, “ও অত্যন্ত শান্ত স্বভাবের মেয়ে। খুব বেশি কারও সঙ্গে মিশত না। ও যে এমন কাণ্ড ঘটাবে, ভাবতেই পারছি না।” মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়েটির এক মামা থাকেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেই সূত্রেই তার আলাপ হয় যুবকের সঙ্গে। সম্প্রতি দ্বাদশ শ্রেণির ছাত্রীর বিয়ের কথাও চলছিল। নন্দীগ্রামে তার প্রেমিকের বাবা ও মায়ের ডিভোর্স হয়ে যাওয়ায় ওই পরিবারের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল মেয়েটির পরিবারের। এক সময় কিশোরীও প্রেমিককে বিয়ে করতে আপত্তি জানায়।

[আরও পড়ুন: বেশি ফুচকা চলে যাচ্ছে গ্রাহকের প্লেটে! গরমিল ঠেকাতে সিসিটিভি বসালেন দোকানি]

তারপর থেকে একরোখা হয়ে পড়ে ওই যুবক। পরিকল্পনা করেই সে প্রেমিকাকে খুন করার জন্য দুর্গাপুরে আসে, পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে ঘাতক দা-ও উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয়েছে নন্দীগ্রামে, যুবকের পরিবারে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি–১ (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “প্রাথমিকভাবে প্রেমে ব্যর্থতার জেরে প্রেমিকাকে খুন করে আত্মহত্যা করেছে প্রেমিক, এমনটাই মনে হচ্ছে। দু’জনের দেহই ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। দুই পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement