Advertisement
Advertisement
Youth killed in a road accident in Pingla

বিডিও’র গাড়ির সঙ্গে মোটর বাইকের ধাক্কা, পিংলায় মৃত্যু যুবকের

দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন বিডিও।

Youth killed in a road accident in Pingla । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 18, 2023 2:24 pm
  • Updated:September 18, 2023 2:24 pm  

অংশুপ্রতীম পাল, খড়গপুর: বিডিও’র গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। সোমবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ডেবরা-পটাশপুর রাজ্য সড়কের পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ১২ মাইল এলাকায়।

মৃত বছর চল্লিশের রিন্টু মণ্ডল, সবং থানার বড়খেলনা এলাকার বাসিন্দা। সোমবার বেলা এগারোটা নাগাদ ডেবরার দিক থেকে পটাশপুরে যাচ্ছিল একটি কালো রংয়ের স্করপিও। সেই স্করপিওটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের। গাড়ির ভিতরে বসেছিলেন স্বয়ং বিডিও।

Advertisement

[আরও পড়ুন: কোন মন্ত্রে বদলে গেলেন? সিরিজের সেরা হয়ে জানিয়ে দিলেন এক সময়ের ব্রাত্য কুলদীপ]

পটাশপুর থেকে পিংলার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন মোটরবাইক আরোহী রিন্টু মণ্ডল। তখনই বিডিওর গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। গাড়ি থেকে ছিটকে পড়ে যান মোটরবাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ইতিমধ্যে পুলিশ দুটি গাড়িকে আটক করেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: বাড়িতে ঢুকে গৃহবধূর ‘শ্লীলতাহানি’, বিজেপি নেতাকে গণপিটুনি প্রতিবেশীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement