শান্তনু কর, জলপাইগুড়ি: ভুট্টার লোভে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল। তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বেঘোরে মারা গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাটের গ্যান্দাপাড়া চা-বাগানে। শেষ খবর অনুযায়ী, হাতির দলটিকে এখনও পর্যন্ত জঙ্গলে ফেরত পাঠানো যায়নি। বুধবার সকালে হাতি দেখতে গ্যান্দাপাড়া চা-বাগান লাগোয়া এলাকায় ভিড় জমান বহু মানুষ।
[ভরসন্ধেয় শুটআউট কৃষ্ণনগরে, দুষ্কৃতীদের গুলিতে খুন যুবক]
বানারহাটের গ্যান্দাপাড়া চা-বাগানের একেবারেই লাগোয়া রেতির জঙ্গল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ভুট্টার লোভে চা-বাগানে ঢুকে পড়ে পনেরোটি হাতি। রাতভর তাণ্ডব চলে চা-বাগান লাগোয়া গ্রামগুলিতেও। বনকর্মীরা পৌঁছনোর আগেই হাতি তাড়াতে যান স্থানীয় এক যুবক। তাঁকে পায়ে পিষে মেরে দেয় হাতির দল। বুধবার সকালে গ্যান্দাপাড়া চা-বাগান লাগোয়া একটি ঝোপে আটকে পড়ে হাতিগুলি। বনকর্মীদের দাবি, ওই হাতির দলে বেশ কয়েকটি হস্তিশাবক রয়েছে। তাই দিনের আলোয় হাতির দলটিকে জঙ্গলে পাঠানোর ঝুঁকি নেননি তাঁরা। এদিকে সকালে আবার হাতি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত যা খবর, সন্ধে থেকে হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। কিন্তু, এখনও পর্যন্ত হাতিগুলিকে জঙ্গলে পাঠানো যায়নি।
উত্তরবঙ্গ বিশেষ করে ডুর্য়াসের চা-বাগানগুলিতে হাতির হানা নতুন কিছু নয়। তবে ইদানিং বন্যপ্রাণীদের সঙ্গে মানুষের সংঘাত উদ্বেগজনকভাবে বাড়ছে। খাবারের সন্ধানে প্রায়শই লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। মাস খানেক আগে মালবাজারের নাগরাকাটায় হাতির হামলায় মারা গিয়েছিলেন এক বৃদ্ধা। ডুয়ার্সের মেটেলিতে আবার খাবারের সন্ধানে হাসপাতালের হেঁসেলে ঢুকে পড়েছিল হাতির দল।
[ মদ খাওয়ার টাকা না পেয়ে মেয়েকে পুড়িয়ে মারল বাবা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.