Advertisement
Advertisement

Breaking News

Viral

প্রেমের ফাঁদে পা, তরুণীর নগ্ন ছবি ভাইরাল করে শ্রীঘরে যুবক

অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ৷ 

Youth in jail as he allegedly made the picture of a young girl viral। Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 24, 2023 8:11 pm
  • Updated:November 24, 2023 8:30 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: যুবতীর নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ফেসবুকে অন্যের ছবি ব্যবহার করে নিজেকে সিআইএসএফ জওয়ান পরিচয় দিয়ে প্রেমের ফাঁদ পেতেছিল অভিযুক্ত। সেই ফাঁদে পা দিয়ে অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ওই যুবতী। অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ৷ 

এই বিষয়ে পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম বিষ্ণু দেও চৌধুরী (৩৩)। পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা বিষ্ণু দুর্গাপুর স্টিল প্লান্টে কর্মরত ৷ বনগাঁ থানা এলাকার বছর উনিশের ওই যুবতী প্রথম বর্ষের ছাত্রী। যার অভিযোগের ভিত্তিতেই বিষ্ণুকে গ্রেপ্তার করা হয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক অন্যের ছবি দিয়ে একটি ফেসবুক প্রোফাইল তৈরি করেছিল ৷ সেখানে নিজেকে সিআইএসএফের জওয়ান পরিচয় দিয়েছিল সে। ডিফেন্সে চাকরির প্রতি ঝোঁক থাকায় প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরে গ্রহণ করে নেয় ওই যুবতী। দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ৷ এই বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। অভিযুক্ত ওই যুবতীকে মাঝেমধ্যে ভিডিও কলও করত৷ কয়েক মাস আগে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: ‘ভুল’ ইঞ্জেকশনে দুধের শিশুর মৃত্যু, পুলিশ-জনতা ধস্তাধস্তিতে উত্তপ্ত রায়গঞ্জ]

এর পরই গোল বাঁধে দুজনের মধ্যে। কারণ বিয়ের ব্যাপারে যুবতীর পরিবার অভিযুক্তর পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিল ৷ তাতেই বেঁকে বসে ওই যুবক। যুবতীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। অভিযোগ, রাগের বশে নিজের কাছে থাকা যুবতীর একাধিক নগ্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দেয় ওই অভিযুক্ত। এনিয়ে গত আগস্ট মাসে বনগাঁ সাইবার ক্রাইম থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবতী। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে পানাগড় থেকে অভিযুক্ত বিষ্ণুকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। 

[আরও পড়ুন: সামান্য বচসা থেকে হত্যাকাণ্ড! খামারে কাজ করাকালীন দা দিয়ে বাবাকে ‘খুন’ ছেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement