Advertisement
Advertisement

Breaking News

Youth enters in girlfriend's house with gun

প্রেমের পরেও বিয়েতে আপত্তি! দলবল জুটিয়ে প্রেমিকার বাড়িতে বন্দুক হাতে হামলা ক্ষুব্ধ যুবকের

তরুণীর প্রেমিককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে স্থানীয়রা।

Youth enters in girlfriend's house with gun in Murshidabad । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:June 11, 2023 12:14 pm
  • Updated:June 11, 2023 12:14 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে থাকার পর প্রেমিকা বিয়ে করতে বেঁকে বসেন। ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে দলবল জুটিয়ে প্রেমিকার বাড়িতে বন্দুক নিয়ে হামলা করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিঘড়িতে। মেয়ের বাড়ির চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে অভিযুক্ত প্রেমিককে একটি আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরে ফেলে। যদিও সেই সময় অভিযুক্ত যুবকের দুই বন্ধু মোটরবাইক করে এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

দিঘড়ির এক তরুণীর সঙ্গে রতনপুর গ্রামের যুবক জেকারুল ইসলামের প্রায় দু’বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পেশায় বিড়ি শ্রমিক জেকারুল। প্রেমের সম্পর্ক গড়ে তোলার সময় যুবকটি গোপন করেন তিনি বিবাহিত। সমাজমাধ্যমে যুবকের সঙ্গে তরুণীর পরিচয় হয়। মাস কয়েক আগে জানাজানি হয় জেকারুল বিবাহিত। চার ছেলের বাবা। তারপর তরুণী প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। জেকারুল বিভিন্ন নম্বর থেকে ফোন করে তরুণীকে হুমকি দেয় বলে অভিযোগ। সম্প্রতি তরুণীর পরিবার সামশেরগঞ্জ থানায় জেকারুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ জেকারুলকে ডেকে সতর্ক করে ছেড়ে দেয় বলে তরুণীর পরিবারের দাবি।

Advertisement

[আরও পড়ুন: রেষারেষির জের! কাকভোরে নিউটাউনে পরপর ৩ গাড়ি ও বাইকে ধাক্কা বেপরোয়া চারচাকার]

আইনি পদক্ষেপের পর কিছুদিন চুপচাপ ছিল জেকারুল। শনিবার রাতে হঠাৎই বন্দুক নিয়ে তরুণীর বাড়িতে চড়াও হয়। সেই সময় বাড়িতে ডাকাত পড়েছে বলে চিৎকার শুরু করতেই আশেপাশের লোকজন ছুটে আসে। জেকারুলকে একটি আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। যদিও যুবকের দুই বন্ধু মোটরবাইক চড়ে এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দারা জেকারুলকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের হাত থেকে জেকারুলকে উদ্ধার করে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় সেখানেই ভরতি সে। এই ঘটনায় পুলিশ তরুণীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে জেকারুল শেখকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র।

[আরও পড়ুন: আরামবাগে দল ছাড়লেন TMCP’র জেলা সভাপতি, তৃণমূলে ধাক্কা বারাসত-মুর্শিদাবাদেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement