Advertisement
Advertisement

Breaking News

Deganga

চুরি করতে গিয়ে হাইটেনশন তারে হাত! দেগঙ্গায় মৃত্যু যুবকের

স্থানীয় বাসিন্দারা সকালে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন।

Youth dies in Deganga due to electrocution

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 24, 2025 4:40 pm
  • Updated:March 24, 2025 4:40 pm  

অর্ণব দাস, বারাসত: রাতের অন্ধকারে নাকি চুরি করতে এসেছিল সে। আর তারই মাঝে অঘটন। বিদ্যুতের হাই টেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ওই যুবকের। সোমবার সাতসকালে তার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার হাড়োয়া বেড়াচাঁপা রোডে তুমুল উত্তেজনা।

সোমবার সকালে দেগঙ্গার হামাদামা পেট্রল পাম্পের বিপরীতে হাড়োয়া বেড়াচাঁপা রোডের ধারে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ওই যুবকের চুলে বিদ্যুতের তার জড়ানো ছিল। তাই তাঁদের অনুমান, হাইটেনশন বিদ্যুতের পোষ্টের পাশেই ছিল একটি স্টিলের আলমারির কারখানা। ওই আলমারি কারখানায় সম্ভবত চুরি করতে গিয়েছিল নিহত যুবক। এরপর অসাবধানতাবশত বিদ্যুতের তারে তাঁর হাত লেগে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচেই পড়ে যায়। তৎক্ষণাৎ তাঁর মৃত্যু হয়।

Advertisement

প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, নিহত যুবক হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তবে তাঁর নাম জানা যায়নি। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement