Advertisement
Advertisement

বাসন্তী হাইওয়েতে লরি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ১

বেপরোয়া গতি কাড়ল প্রাণ।

Youth died in a road accident in Bhangar

দুর্ঘটনাগ্রস্ত লরি, ছবি: বিশ্বজিৎ নস্কর

Published by: Shammi Ara Huda
  • Posted:August 19, 2018 8:10 pm
  • Updated:August 19, 2018 8:10 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের বেপরোয়া গতি কাড়ল প্রাণ। বাসন্তী রাজ্য সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। ১০ চাকার লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সৌরভ ঘোষ (২০)। বাড়ি ভাঙড়ের তিন নম্বর কলোনিতে। তিনি দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানের চালক। মৃত্যু খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি যানজট কাটিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার পর থেকেই পলাতক লরিচালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাগলাহাটে বাসন্তী হাইওয়ের উপরে।

[নদীর চরে ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মৃত ৩]

জানা গিয়েছে, সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ভোজেরহাটে যাচ্ছিলেন পিকআপ ভ্যানের চালক সৌরভ। সেখানকার একটি খাটাল থেকে মহিষ নিয়ে আসার বরাত পেয়েছিলেন তিনি। সেই কাজেই সকাল সকাল বেরিয়ে পড়েন। বাড়ির কাছেই বাসন্তী রাজ্য সড়ক। গাড়ি নিয়ে বেরনোর দু’মিনিটের মধ্যেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। সকালবেলা রাস্তা ফাঁকা থাকায় তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন পিকআপ ভ্যানের চালক। সেই ইচ্ছেই কাল হল। উলটো দিক থেকে তখন তীব্র গতিতে এগিয়ে আসছিল দশ চাকার একটি লরি। ঘটকপুকুরগামী লরিটি গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাগলাহাটের কাছে পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে। স্টিয়ারিং হাতেই মৃত্যু হয় সৌরভ ঘোষের। সাতসকালে ভয়াবহ শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর যায় থানায়। তড়িঘড়ি সৌরভবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ডামাডোলে বেগতিক বুজে পিঠটান দেয় লরির চালক। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িদুটিকে আটক করেছে। চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।   

Advertisement

[রেস্তরাঁর আড়ালে আসানসোলে অবৈধ হুক্কাবার, তালা দিল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement