Advertisement
Advertisement
মরণঝাঁপ

অশান্তির জেরে প্রেমিকার সামনেই মরণঝাঁপ, নদী থেকে উদ্ধার যুবকের দেহ

দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Youth comitted suicide in Nagrakata on sunday night
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 2, 2019 4:45 pm
  • Updated:September 2, 2019 4:48 pm  

অরূপ বসাক, মালবাজার: বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল প্রেমিকার সঙ্গে। তার জেরেই চরম সিদ্ধান্ত নিল নাগরাকাটার এক যুবক। শিক্ষা দিতে প্রেমিকার সামনেই নদীতে মরণঝাঁপ দিলেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই প্রেমিকার চোখের সামনে তলিয়ে যান ওই যুবক। রবিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা জলঢাকা নদীর সেতুতে। সোমবার সকালে উদ্ধার হয়েছে যুবকের দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন:সিলিকোসিস আক্রান্তদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ, উপহার বিলি রবিনহুড বাহিনীর]

নাগরাকাটা ব্লকের সুখানি বসতির বাসিন্দা রফিকুল ইসলাম নামে বছর বাইশের ওই যুবক। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ভগতপুর চা বাগানের এক যুবতী সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল রফিকুলের। কিন্তু বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল তাঁদের মধ্যে। পরে রবিবার রাতে জলঢাকা নদীর সেতুতে দেখা করেন ওই যুগল। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে জলঢাকা নদীর সেতুতে ইতস্ততভাবে ঘোরাঘুরি করছিল তাঁরা। কথা কাটাকাটিও চলছিল তাঁদের মধ্যে। সেই সময় আচমকাই সেতু থেকে জলঢাকা নদীতে ঝাঁপ দেয় রফিকুল। খবর পেয়েই ঘটনাস্থলে যায় নাগরাকাটা থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। 

Advertisement

কিন্তু অন্ধকারে রবিবার রাতে উদ্ধারকাজে বেশ সমস্যায় পড়তে হয় উদ্ধারকারীদের। ফলে সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়।  এদিন সকালে ঘটনাস্থলে যান খোদ মালবাজার মহকুমার এসডিপিও দেবাশিস চক্রবর্তী। দীর্ঘক্ষণের তল্লাশির পর জলঢাকা নদী থেকে উদ্ধার হয় ওই যুবকের নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, প্রেমিকার সঙ্গে বচসার কারণেই আত্মঘাতী হয়েছেন রফিকুল। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত হবে। তদন্তের স্বার্থে যুবকের প্রেমিকাকে জিজ্ঞাাবাদও করা হবে। তবে তরতাজা যুবকের আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

[আরও পড়ুন:তৃণমূল নেতার বিরুদ্ধে জমি রক্ষা কমিটির সদস্যকে মারধরের অভিযোগ, উত্তপ্ত কোচবিহারের খাগড়াবাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement