Advertisement
Advertisement
Manteswar

জমি বিবাদের জের, মন্তেশ্বরে ভাইকে পিটিয়ে ‘খুন’ প্রৌঢ় দাদার

অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Youth beaten to death in Manteswar
Published by: Sayani Sen
  • Posted:January 3, 2025 8:43 pm
  • Updated:January 3, 2025 8:43 pm  

অভিষেক চৌধুরী, কালনা: পারিবারিক অশান্তির জের। ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রৌঢ় দাদা-সহ কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েতের মৌসা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বলে রাখা ভালো, গণপিটুনি রোধে রাজ্য সরকারের কঠোর আইন রয়েছে। সেক্ষেত্রে গণপিটুনিতে যে বা যারা জড়িত, তাদের প্রত্যেকেরই কঠোর সাজা হওয়ার কথা। সেই অনুযায়ী পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে এখনও অধরা সকলেই।

মৃত বছর তেইশের হাসিবুল শেখ। তিনি কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েতের মৌসা গ্রামের বাসিন্দা। ওই গ্রামেরই বাসিন্দা আক্কেল শেখের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে তাঁর। সম্পর্কে দাদা ও ভাই। দুই পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে পুরনো বিবাদ রয়েছে। শুক্রবার বিকেলে ওই দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। তা কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত আকার নেয়। অভিযোগ, সেই সময় হাসিবুল শেখকে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আক্কেল শেখ ও তার পরিবারের লোকজন।

Advertisement

রক্তাক্ত অবস্থায় হাসিবুলকে উদ্ধার করা হয়। মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসক হাসিবুলকে মৃত বলে জানান। এই ঘটনায় মৃত হাসিবুলের পরিবারের আরও ৩ জন জখম হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরী জানান, “জমি বিবাদকে কেন্দ্র করে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও ৩ জন জখম।” অভিযুক্ত আক্কেল শেখ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খোঁজ চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement