Advertisement
Advertisement

Breaking News

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবক

প্রথমে বন্ধুত্ব পাতিয়েই আলাপ শুরু করত অভিযুক্ত।

Youth arrested for raping girl promising marriage
Published by: Shammi Ara Huda
  • Posted:August 23, 2018 4:54 pm
  • Updated:August 25, 2018 2:02 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম প্রবীর মুখোপাধ্যায়। বাড়ি সুন্দরবন এলাকায়। বুধবার দুই নির্যাতিতার তরুণী সোনারপুর থানায় প্রবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফেসবুকে মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করে দুষ্কর্ম করত অভিযুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সোনারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

[গোহত্যাকে কেন্দ্র করে রণক্ষেত্র বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড়, সংঘর্ষে আহত ৪০]

জানা গিয়েছে, সুন্দরবনে বাড়ি হলেও দীর্ঘদিন ধরে সোনারপুরের ঘাসিয়ারাতে বাড়ি ভাড়া করে থাকত অভিযুক্ত। অভিযোগ, সেই সময়ই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সে। প্রথমে বন্ধুত্ব পাতিয়েই আলাপ শুরু করে। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তবে একজন মহিলার সঙ্গে নয়। অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অভিযুক্ত যুবকের। সেই সম্পর্কের রেশ ধরেই তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্কও স্থাপন করে অভিযুক্ত।

Advertisement

দীর্ঘদিন ধরে এভাবেই চলছিল। সম্প্রতি তাঁদেরই একজন বিয়ের প্রসঙ্গ তুললে বেঁকে বসে প্রবীর। এরপর তাঁর সঙ্গে দেখা করাও একপ্রকার বন্ধ করে দেয় বলে অভিযোগ। বাধ্য হয়েই প্রবীরের খোঁজে সোনারপুরে আসেন ওই নির্যাতিতা। সেখানে আসার পরই জানতে পারেন, তিনি একাই নন, প্রেমের নামে তাঁর মতো প্রতারিতর সংখ্যা অনেক। এরপরই থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী। পাশে পেয়ে যান আরও একজনকে। সেই তরুণীও প্রতারণার শিকার। দু’জনে মিলে বুধবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। এদিন ঘাসিয়ারার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতাদের একজন তার খোঁজ করছেন জানতে পেরেই পালাবার ছক কষছিল অভিযুক্ত। তবে তার আগেই ধরা পড়ে যায়। আপাতত পুলিশ লকআপে রয়েছে গুণধর।

[সাতসকালেই তৃণমূল কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২]

পুলিশ জানিয়েছে অভিযোগকারিণী দুই নির্যাতিতার একজনের বাড়ি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। অন্যজনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ধৃতকে আদালতে তোলা হলে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সোনারপুর থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement