Advertisement
Advertisement

Breaking News

প্রেমিকা মামাতো বোনকে বাগে রাখতে নকল গার্ড সেজে ধৃত যুবক

প্রেম বড় বালাই!

Youth arrested for acting as fake Raulway Guard
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2018 2:40 pm
  • Updated:January 30, 2018 2:40 pm  

সুব্রত বিশ্বাস:  মামাতো বোনকে ভালবাসে। বিয়ে করে সংসার পাততে চায়। তা ভালবাসা অন্যায় নয়। কিন্তু প্রেমিকাকে বশে রাখতে যুবক যে পথ নিল তা রীতিমতো বিস্ময়কর। চাকরি না থাকলে প্রেম ফুড়ুৎ। এদিকে রেলে পরীক্ষা দিয়েও কোনও সুরাহা হয়নি। শেষমেশ প্রেমিকাকে বাগে রাখতে, পরিবারকে সন্তুষ্ট করতে নকল গার্ডের ভেক নিল যুবক। শেষরক্ষা অবশ্য হল না। ধরা পড়ে গেল রেল পুলিশের হাতেই।

সম্পত্তির লোভে মাকে পুড়িয়ে মারার চেষ্টা ৬ ছেলের, পালিয়ে বাঁচলেন বৃদ্ধা ]

Advertisement

রেলকে কেন্দ্র করে সব পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া সম্ভব। তবে অপরাধ করে বেশি দিন নিজেকে বাঁচা যায় না। এমনই দশা হল রায়পুরের ত্রিমূর্তি নগরের বাসিন্দা তুলসী তান্ডির। মামাতো বোনকে ভালবাসত তুলসী। কিন্তু এই প্রেম পরিণতি পাবে না জেনে প্রতারণার আশ্রয় নেয় তুলসী। নিজের আত্মীয়-স্বজন এমনকী প্রেমিকা বোনকেও মিথ্যা কথা বলে। রেলের গার্ডের চাকরি পেয়েছে সে। ট্রেনের নিয়ন্ত্রক বলে কথা। রীতিমতো ধোপদুরস্তভাবে শুরু করে জীবনযাপন। সাদা পোশাকে নিজের ব্যক্তিত্বকে মেলার চেষ্টার পাশাপাশি ভুয়ো আই কার্ডও বানায়। গলায় ঝুলিয়ে ‘র‌্যালা’ মেরে চলাচলও শুরু করে। বোনের সঙ্গে লুকিয়ে প্রেমের অধ্যায়ও চালিয়ে যেতে থাকে একইভাবে। রায়পুর থেকে দুর্গ প্যাসেঞ্জার ট্রেনেই ঘোরাঘুরি করত। রেলকর্মীদের কাছেও নিজেকে গার্ড বলে পরিচয় দিত। রায়পুর স্টেশনের উপর দিয়ে বিনা টিকিটে যাতায়াতও করত। মাঝেমধ্যে প্রেমিকা ওই বোনকেও বিনা টিকিটে ভ্রমণ করাত।

মাছ ধরার নামে বালিকার যৌন নির্যাতন, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার ]

কিন্তু ‘ঘুঘু বারবার ধান খেতে পারে না’। মঙ্গলবারই তাকে হাতেনাতে ধরে আরপিএফ। রায়পুর স্টেশনের কর্তব্যরত ইন্সপেক্টর রাজীব রঞ্জন জানান, দীর্ঘদিন ধরে নিজেকে গার্ড পরিচয় দিয়ে ট্রেনে ঘুরত। সন্দেহ হওয়ায় এদিন আরপিএফ তার পিছু নেয়। গতিবিধি দেখে সন্দেহ হয়। এর পরেই তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তুলসী জানিয়েছে, মামাতো বোনকে ভালবাসত। কিন্তু মামা এনিয়ে অসন্তুষ্ট। সে রেলের পরীক্ষা দিয়েছে বেশ কয়েক বার। কিন্তু পাস করেনি। তাই ভুয়ো গার্ড সেজে অভিনয় করে মামাতো বোনকে বাগে রেখেছিল। স্টেশন ম্যানেজার বি পি জে রায় জানিয়েছেন, ভুয়ো পরিচয় নিয়ে ঘুরলেও অভিযোগ না আসায় তাকে ধরা সম্ভব হয়নি।

পড়ে থাকা কৌটোয় কি মানুষের কাটা মুণ্ডু? সন্দেহে তুমুল চাঞ্চল্য দুন এক্সপ্রেসে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement