Advertisement
Advertisement

Breaking News

প্রেমে আপত্তি মেয়ের পরিবারের, যুবককে পিটিয়ে খুন

প্রেম করার 'শাস্তি'।

Youth allegedly killed by girlfriend's family
Published by: Sulaya Singha
  • Posted:November 2, 2018 6:54 pm
  • Updated:November 2, 2018 6:54 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: পাশের গ্রামের মেয়ের সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ অকালে প্রাণ গেল যুবকের। মেয়ের সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক কোনওভাবেই মানতে পারেনি যুবতীর পরিবার। তারই ‘শাস্তি’ দিতে ফোনে প্রেমিককে ডেকে নিয়ে এসে পিটিয়ে মারল প্রেমিকার পরিবার। এই কাজে আবার সঙ্গ দেয় গ্রামের বাসিন্দারাও বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকার রাজপুর গ্রামের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। মৃতের নাম রায়হান মণ্ডল (২৮)। নওদা থানার সোনাটিকুড়ি গ্রামে ওই যুবকের বাড়ি।

[অতিরিক্ত উৎপাদন, জবার উচিত দাম পাচ্ছেন না কৃষকরা]

রাজপুর গ্রামেরই ওই যুবতীর সঙ্গে গত দু’বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল রায়হানের। সে কথা জানাজানি হতেই মেয়ের পরিবারের রোষের মুখে পড়তে হয় তাঁকে। মৃতের পরিবারের আরও অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাঁদের ছেলেকে ফোনে ওই যুবতীর পরিবার হুমকি দিচ্ছিল। যার চরম পরিণতি হয় বৃহস্পতিবার। পুলিশকে দেওয়া বয়ানে যুবকের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে রায়হানকে তাঁর প্রেমিকার পরিবারের লোকেরা ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর পাশের গ্রাম রাজপুরে যাওয়ামাত্রই যুবতীর পরিবারের লোকেরা চোর সন্দেহে মারধর করতে শুরু করে দেয় ওই যুবককে। সে কাজে যোগ দেয় গ্রামবাসীরাও। গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রায়হানের। গতকাল রাতে পুলিশ প্রেমিকের মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠায়। ঘটনায় রায়হানের পরিবার প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। গোটা বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement