দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাড়িওয়ালার দাবি মাত্র একদিনের নোটিসে বাড়ি ছাড়তে হবে৷ কিন্তু তা কী করে সম্ভব? একটানা ছাব্বিশ বছরের বাসস্থল, তা কি এত সহজে ছাড়া যায়? তা নিয়ে বাড়িমালিক এবং ভাড়াটিয়ার কাজিয়ার জের৷ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া, কুকথা বলে অপমানেও কাজের কাজ না হওয়ায় এবার ভাড়াটিয়ার প্রতিবন্ধী ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাড়িওয়ালার বিরুদ্ধে৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানার দ্বারস্থ নির্যাতিতরা৷ বাড়িওয়ালা দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভাড়াটিয়া৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ৷
একমাত্র ছেলে সুনীপকে নিয়ে নরেন্দ্রপুরের বোড়ালের এক ভাড়াবাড়িতে থাকেন সান্ত্বনা৷ একটানা ২৬ বছর ধরে তপন ও বীথি মালাকারের বাড়িতেই ভাড়া থাকতেন তিনি৷ অভিযোগ, বাড়ি ছেড়ে যাওয়ার জন্য মালিক ওই দম্পতি চাপ দিচ্ছিলেন মা ও ছেলেকে৷ তার জেরে কখনও কটূক্তি আবার কখনও বা প্রাণনাশের হুমকিও দিচ্ছিলেন ওই দম্পতি৷ বাড়ির বিদ্যুৎ সংযোগও কেটে দেন বাড়িওয়ালা৷ কিন্তু বাড়ি ছেড়ে হঠাৎ করে যাবেন কোথায়? তাই বাড়ি ছেড়ে যাননি মা-ছেলে৷ রবিবার বাড়িতে একাই ছিলেন সান্ত্বনার ছেলে সুনীপ৷ অভিযোগ, সেই সুযোগে ভাড়াটিয়ার ঘরে আসেন বাড়িমালিক দম্পতি৷ স্বামী-স্ত্রী মিলে সুনীপকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ৷ কাজ সেরে বাড়ি ফিরে ছেলেকে মারধরের ঘটনা জানতে পারেন ওই মহিলা৷
এতদিন বাড়িওয়ালা দম্পতির অত্যাচার মুখ বুজে সহ্য করেছেন ওই ভাড়াটিয়া মহিলা৷ তবে নিজের সন্তানকে মারধরের ঘটনায় মাথার ঠিক রাখতে পারেননি তিনি৷ অত্যাচার আর সহ্য করতে না পেরে বাধ্য হয়েই নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন ওই মহিলা৷ যদিও এখনও বাড়িমালিক ওই দম্পতিকে গ্রেপ্তার করা যায়নি৷ ভাড়াটিয়া মা ও ছেলের অভিযোগ এক্কেবারে ভিত্তিহীন বলেই পালটা দাবি বাড়িমালিক দম্পতির৷ সুবিচারের দাবিতে ভবানী ভবন এমনকী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও ভাবনাচিন্তা করছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.