সুবীর দাস, কল্যাণী: কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে মুর্শিদাবাদের এক কিশোরী ও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার এক ব্যক্তি। নির্যাতিতাদের কল্যাণী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ধৃত সানি বিশ্বাস। বছর তেতাল্লিশের ওই ব্যক্তি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা। নির্যাতিতা নাবালিকা ও কিশোরী মুর্শিদাবাদের বাসিন্দা। নাবালিকার দাবি, সানি তাকে কল্যাণী এইমসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেইমতো কল্যাণীতে আসে নাবালিকা। তার সঙ্গে বছর তেরোর এক কিশোরীও আসে কল্যাণীতে। গয়েশপুরে বাড়ি ভাড়া নিয়ে ছিল তারা। অভিযোগ, সেই সুযোগে সানি ওই নাবালিকা এবং কিশোরী দুজনকেই ধর্ষণ করে।
এরপর কিশোরী ও নাবালিকা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। বাড়ি ফিরে গিয়ে পরিবারের লোকজনকে গোটা ঘটনাটি জানায়। কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান নির্যাতিতারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, নির্যাতিতা নাবালিকা ও কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.