Advertisement
Advertisement

বন্ধ ঘর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য মালবাজারে

খুন নাকি আত্মহত্যা? ধন্দে পুলিশ৷

Young man's body found in the closed house in the garbage market
Published by: Tanujit Das
  • Posted:August 20, 2018 8:34 pm
  • Updated:August 20, 2018 8:34 pm  

অরূপ বসাক, মালবাজার: বন্ধ ঘরের মধ্য থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা মৃতদেহ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালবাজার মহকুমার চালসা এলাকায়। মৃতের নাম দ্বীপ রায়, বয়স ৩৫৷ তিনি ভাড়া থাকতেন এলাকার চালসার পরিমল মিত্র নগরে জনৈক লক্ষ্মী শিকদারের বাড়িতে।

[কুপ্রস্তাবে ফিরিয়ে দেওয়ায় গৃহবধূর বাড়িতে ঢুকে তাণ্ডব প্রতিবেশী যুবকের]

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই ওই বাড়ির একটি বন্ধ ঘর থেকে পচা গন্ধ পান এলাকার মানুষ। ভাবেন, কুকুর বা অন্যকোনও প্রাণী মারা পড়েছে৷ পরে সন্দেহ ঘনীভূত হতে তাঁরাই খবর দেন মেটেলি থানায়। ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ৷ তাঁরা দেখেন ঘরের মূল দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে৷ ফলে পিছনের দরজা দিয়ে ঘরে ঢোকেন পুলিশ আধিকারিকরা৷ তখনই দেখতে পান মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন ওই যুবকে৷ তাঁর দেহ দিয়েই পচা গন্ধ বের হচ্ছে৷ এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷

চালসার পরিমল মিত্র নগরে ওই বাড়িটির মালকিন পেশায় শিক্ষিকা লক্ষ্মী শিকদার৷ বিবাহযোগ্য একমাত্র কন্যাকে নিয়ে বাড়িতে থাকতেন লক্ষ্মীদেবী৷ বিগত সাত মাস আগে তাঁর বাড়িতে ভাড়া আসেম মৃত যুবক দ্বীপ রায়৷ গত ১৫ আগস্ট, মেয়েকে নিয়ে অন্যত্র ঘুরতে যান বাড়ির মালকিন৷ সোমবার এমন দুর্ঘটনার খবর শুনে ফিরে আসেন তিনি৷ তাঁকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ অনেকক্ষণ ধরে ঘটনাস্থল পরীক্ষা করে দেখেন মেটেলি থানার ওসি প্রবীর দত্ত ও এসআই তড়িৎ সরকার।

[প্রতিবেশী কাকুর লালসায় অন্তঃসত্ত্বা নাবালিকা. চাঞ্চল্য রানাঘাটে]

সূত্রের খবর, এলাকার মানুষের সঙ্গে কথা বলে পুলিশ৷ খোঁজ নেন যুবকের চালচলনের বিষয়ে৷ তাঁর সঙ্গে কারা মিশত, তাঁর বাড়িতে কারা আসত ইত্যাদি বিষয়ে খোঁজ নেয় পুলিশ৷ পুলিশের অনুমান তিন থেকে চার দিন আগে মৃত্যু হয়েছে দ্বীপ রায়ের৷ তবে খুন নাকি আত্মহত্যা সেই বিষয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন মালাবাজারের এসডিপিও দেবাশিস চক্রবর্তী৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্তে আরও অগ্রগতি হবে বলে পুলিশ সূত্রে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement