সুমন করাতি, হুগলি: এলাকার এক বধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। মাঝে ২৭ দিন নিখোঁজও হয়ে যান। প্রেমিকার বাড়ি থেকেই উদ্ধার যুবকের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলির চকবাজার পাংগাটুলি এলাকা।
মৃত শেখ হায়দার, হুগলির চকবাজারের পাংগাটুলি এলাকার বাসিন্দা। স্থানীয় এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। ২৭ দিন ধরে নিখোঁজ ছিলেন হায়দার। খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর প্রেমিকার। দু’দিন আগে ওই বধূ বাড়ি ফেরেন। তবে খোঁজ পাওয়া যায়নি হায়দারের। শনিবার সকালে ওই মহিলার বাড়ির পিছন দিক থেকে হায়দারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তা নিয়ে হইচই শুরু হয়।
হায়দারের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। প্রেমিকাই তাকে খুন করেছে বলেই অভিযোগ। ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। মহিলার বাড়ি এবং বাড়ি সংলগ্ন এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.