দিব্যেন্দু মজুমদার, হুগলি: ফুটবলই ছিল ধ্যানজ্ঞান। সার্দান সমিতির হয়ে এবছর অনুর্ধ্ব ১৩ আই লিগে খেলার কথা ছিল। কিন্তু, স্বপ্ন স্বপ্নই রয়ে গেল! বালি স্টেশনের কাছে ট্রেনে ধাক্কায় মারা গেল এক কিশোর। এলাকায় শোকের ছায়া।
হুগলির কুন্তিঘাটের শেরপুরে বাড়ি কৌশিক শীলের। এলাকায় ভাল ফুটবলার হিসেবে খ্যাতি ছিল তার। স্থানীয় শিবপুর স্পোটিং ক্লাবের ফুটবল দলে স্টপার পজিশনে খেলত কৌশিক। এ বছর সার্দান সমিতিতে সই করেছিল সে। অনুর্ধ্ব ১৩ আই লিগে খেলার কথা ছিল। সকালে ছেলে যখন অনুশীলন করতে যেত, তখন সঙ্গে যেতেন কৌশিকের মা। কিন্তু, গত কয়েকদিন ধরেই বন্ধুদের সঙ্গে একাই অনুশীলন করতে যাচ্ছিল কৌশিক। পরিবারের লোকেরা জানিয়েছেন, সোমবার সকাল ন’টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোর। তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। বিকেলে খবর আসে, বালি স্টেশনের কাছে লাইন পেরোতে গিয়ে ট্রেনে ধাক্কায় মারা গিয়েছে কৌশিক। উদীয়মান এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া কুন্তিঘাটের শেরপুরে। কৌশিক শীলের মা জানিয়েছেন, কলকাতার বড় ক্লাবের হয়ে আই লিগে খেলার স্বপ্ন দেখত কৌশিক।
[ কনস্টেবলের নিয়োগ পরীক্ষায় ফের হাইটেক টুকলি, গ্রেপ্তার ২৫ জন]
তখন ফুটবল বিশ্বকাপ চলছে। পাড়ার মাঠে ফুটবল খেলতে নেমেছিলেন বেলঘরিয়া সাগর দাস। বিপক্ষ দলের এক খেলোয়াড় সপাটে পাঞ্চ করলে বল লাগে তাঁর বুকে। মাঠেই জ্ঞান হারান সাগর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। কিন্তু শেষরক্ষা হয়নি।মধ্যমগ্রামে আবার গোলপোস্টে কাছে বিদ্যুতেক খুঁটিতে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক সম্ভাবনাময় ফুটবলারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.