Advertisement
Advertisement

মন্দারমণিতে ইঞ্জিনিয়ারের অস্বাভাবিক মৃত্যু

ক্রমশই কি মৃত্যুপুরী হয়ে উঠছে মন্দারমণি?

Young Engineer died while returning from Mandarmani
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 9:52 am
  • Updated:September 12, 2016 9:57 am  

স্টাফ রিপোর্টার, কাঁথি ও নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: মন্দারমণি বেড়াতে এসে ইঞ্জিনিয়ার যুবকের মৃত্যুর ঘটনায় বন্ধুদের বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠল৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা শোভন পুরকাইত(২৬)৷

শুক্রবার তিন বান্ধবী-সহ মন্দারমণি বেড়াতে আসে৷ সেখানে একটি হোটেলের ঘর ভাড়া নেয় তারা৷ শনিবার রাতে শোভন-সহ সবাই হোটেলের ঘরে আকন্ঠ মদ্যপান করে৷ কিছু সময় পরে শোভন অসুস্থ হয়ে পড়ে৷ বন্ধুরা হোটেল কর্তৃপক্ষকে খবর দেয়৷ হোটেলের কর্মীরা স্থানীয় চিকিৎসককে খবর দেন৷ পরিস্থিতি বেগতিক দেখে ওই চিকিৎসক শোভনকে দ্রুত কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন৷

Advertisement

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কাঁথি মহকুমা হাসাপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে শোভনকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়৷ বিষয়টি জানানো হয় পরিবারে৷ কলকাতায় আনার পথে শোভনের বাবা-মা উলুবেড়িয়ার নিমদিঘিতে থেকে ওই গাড়িতে ওঠেন৷ উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ শোভনের মামা অমিত অধিকারী জানান, শোভন বাবা-মায়ের  একমাত্র সন্তান৷ অত্যন্ত মেধাবী৷ ভাল নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে সাঁতরাগাছির একটি বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দিয়েছিল৷ ওই সংস্থারই এক সহকর্মীর সঙ্গে সে মন্দারমণি গিয়েছিল৷ ওর কোনও অসুখ ছিল না৷ এই মৃত্যুর পিছনে কোনও গভীর রহস্য লুকিয়ে রয়েছে৷

একটি সুস্থ যুবক এভাবে মারা যেতে পারেন না বলে অমিতবাবুর দাবি৷ তাঁর সন্দেহ, শোভনকে নিশ্চয় এমন কিছু খাওয়ানো হয়েছে, যার পরিনতিতে এই ঘটনা ঘটেছে৷ এদিকে পরিবারের অভিযোগ, মদের সঙ্গে কিছু খাইয়ে শোভনকে খুন করা হয়েছে৷ এই মর্মে পরিবারের পক্ষ থেকে বন্ধুদের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় প্রাথমিকভাবে একটি অভিযোগ দায়ের করা হয়৷ এরপরই উলুবেড়িয়া থানা মন্দারমণি উপকূল থানার সঙ্গে যোগাযোগ করে৷ সোমবার শোভনের পরিবারের লোকেরা মন্দারমণি উপকূল থানায় এসে বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করতে পারেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement